সংবাদদাতা
পি.এন.এ.
সময়
সিএএ বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল যোগী রাজ্য উত্তরপ্রদেশ৷ আন্দোলনে অংশগ্রহণ করে ২১ জন গুলিবিদ্ধ হয়ে মারা যায়৷ আন্দোলনকারীদের দাবী পুলিশের গুলিতেই ২১ জনের মৃত্যু হয়েছে৷ পুলিশ যথারীতি অভিযোগ অস্বীকার করেছে৷ উল্টে পুলিশের দাবী ছিল আন্দোলনকারীদের গুলিতে ৫৭ জন জখম হয়েছে৷
একটি ইলেক্ট্রনিক সংবাদ মাধ্যম উত্তরপ্রদেশের জেলা ভিত্তিক অনুসন্ধান করে মাত্র একজন আহত পুলিশের সন্ধান পেয়েছে৷ তারা জেলায় জেলায় পুলিশ কর্তাদের কাছে গিয়ে আহতদের নাম, ঠিকানা চেয়েছিল৷ কিন্তু জেলার পুলিশ কর্তারা কেউ সঠিক তথ্য দিতে পারেনি৷ মাত্র একজনের সন্ধান সংবাদ মাধ্যম পায়৷ তিনি মজফ্ফরনগরের পুলিশ সুপার সৎপাল আন্তিল তাঁর পায়ে গুলি লেগেছে৷ এখানেও প্রশ্ণ উঠেছে দুষ্কৃতিরা কি পা লক্ষ্য করে গুলি চালায়? উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত আহত পুলিশের তালিকা তাদের হাতে রয়েছে৷