অব্যক্ত অনুভূতি

লেখক
আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত

(ভেরোনা, ইটালী)

 

তোমারই পথে চলি

তোমারে পাব বলে ,

ক্লান্ত নহি আমি তোমারই কৃপাবলে৷

 

স্বপনে ধরা দিলে তুমি প্রিয়তম,

আনন্দমূরতি বরাভয়ে অনুপম,

নির্বিকার চিত্তে আমি তাকিয়ে রই

অব্যক্ত কৃপা লভি আমি ক্ষুদ্রতম৷

 

গুরুসকাশে দেখি তোমার উপস্থিতি ,

ধ্যানেতে তুমিই ইষ্ট রহো নিরবধি,

থেকো সাথে সাথে মোহন মূরতি,

জীবন তব তরেই সঁপেছি প্রণতি৷

 

সকল জীবের সেবায়

লাগাও তব কাজে,

তোমাকে যেন পাই

সকলেরই মাঝে৷

 

তোমার গরিমা ভূলিবার নহে,

অনন্ত লীলা করে চলেছ একাই

নিত্য সকাল সাঁঝে৷৷