লেখক
শিবরাম চক্রবর্তী
তুমি আছো হৃদয় জুড়ে
গেলে দূরে মন যায় পুড়ে৷
তুমি আছো গানের সুরে
ভাব-ভাষায় বিভোর করে৷
তুমি আছো সর্বস্থানে
ব্রহ্মজ্ঞ জনে কেবল জানে৷
তুমি আছো রাতের কালোয়
দিনের বেলায় শুধুই আলোয়৷
তুমি আছো জড় চেতনে
সর্বজনের মন মরণে৷
তুমি আছো বরাভয়ে
রাখতে সবারে নির্ভয়ে
তুমি আছো সৃষ্টি-সঙ্গীতে
আবার আছো লয়ের ভিতে৷
তুমি আছো তারই ফলে
মন আনন্দে নেচে চলে৷
- Log in to post comments