ভারতীয় বোর্ডের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন , বিসিসিআই অধীর আগ্রহে মুখিয়ে রয়েছে টি-২০ বিশ্বকাপ আয়োজন করার জন্য৷ আরব আমিরশাহি ও ওমানে আয়োজন করা হবে এ বারের টি-২০ বিশ্বকাপ৷ ভারতে আয়োজন করতে পারলে আরও খুশি হতাম৷ তবে দেশের করোনা অতিমারি পরিস্থিতি এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি৷ সেই কারণে আরব ও ওমানে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে৷’’ তারিখ হল আগামী ১৭ই অক্টোবর,২০২১ থেকে শুরু হতে পারে বলে জানিয়ে দিয়েছে টি-২০ বিশ্বকাপ৷ ফাইনাল হবে ১৪ই নভেম্বর৷
দুবাই, আবুধাবি, শারজা ও মাসকাট এই চার জায়গায় খেলা হবে বলে জানিয়েছে আইসিসি৷ আইসিসির সিইও জিয়োফ অ্যালার্ডিস বলেন,‘‘টি-২০ বিশ্বকাপ যাতে সুস্থ ভাবে হয় সেটা দেখা আমাদের দায়িত্ব৷ ভারতে এই প্রতিযোগিতা আয়োজন করতে না পেরে আমরা দুঃখিত৷ ভারতীয় বোর্ড, আমির শাহি ক্রিকেট বোর্ড ও ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা এমনভাবে এই প্রতিযোগিতা আয়োজন করতে চাই, যাতে সমর্থকরা উপভোগ করতে পারেন৷
বিসিসিআই সচিব জয় শাহ এ বিষয়ে বলেন---‘‘ভারতে টি-২০ বিশ্বকাপ আয়োজন করার চেষ্টা করা হয়েছিল৷ বহু আলোচনার পরেও তা সম্ভব হল না৷ অতিমারির এই পরিস্থিতিতে কোনও ভাবেই ভারতে টি-২০ বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয়৷ মানুষের জীবন আগে৷ ভারতীয় বোর্ডই এই প্রতিযোগিতা আয়োজন করবে৷ তা খেলা হবে আমিরশাহি ও ওমানের মাঠে৷
আমিরশাহি ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি বলেন,‘‘ভারতীয় বোর্ড ও আইসিসি আমাদের ওপর বিশ্বাস রাখায় আমরা গর্বিত৷ সুস্থভাবে টি-২০ বিশ্বকাপও সুস্থভাবে আয়োজন করার ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো৷