গত বছরে অনেক প্রতিযোগিতার হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে সব বাতিল হয়ে যায়৷ সেগুলি সম্পূর্ণ করার পাশাপাশি পরবর্তী প্রতিযোগিতাগুলিও খেলতে হবে ভারতেকে৷ সূচী অনুযায়ী আগামী এপ্রিল-মে শুরু ভারতের ক্রিকেট যাত্রা৷ যদি ভারত বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে ওঠে, তাহলে জুন মাসে লর্ডসে সেই ম্যাচ খেলতে হবে৷ মাঝে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলে ভারত যাবে ইংল্যাণ্ডে৷ সেখানে জো রুটদের বিরুদ্ধে ৫টি টেষ্ট খেলতে হবে ভারতকে৷
আগামী অক্টোবর মাসে দেশের মাটিতে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ এরপর যথাক্রমে নিউজিল্যাণ্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেষ্ট ও টি-টোয়েন্টি সিরিজ৷ সামনের বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ ছাড়াও শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে হবে৷ সামনের বছরেও এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে৷ সেখানে ভারতকে কঠিন পরীক্ষার সামনে বসতে হবে৷ দেখে নেওয়া আগামী দু’বছরের ভারতের খেলার সূচী---
(১) ২০২১ এ এপ্রিল থেকে মে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (২) ২০২১ এ জুন থেকে জুলাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনাল (যদি ওঠে), ভারত বনাম শ্রীলঙ্কা (৩ একদিনের ম্যাচ, ৫টি-টোয়েন্টি), এশিয়া কাপ, (৩) ২০২১ শের শুধু জুলাই মাসে ভারত বনাম জিম্বাবোয়ে (৩ একদিনের ম্যাচ), (৪) ২০২১শের জুলাই থেকে সেপ্ঢেম্বরে ভারত বনাম ইংল্যাণ্ড (৫টি টেস্ট), অক্টোবর থেকে নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপ, (৫) ২০২১শে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে ভারত বনাম নিউজিল্যাণ্ড (২ টেস্ট, ৩টি টি-টোয়েন্টি), ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (৩ টেস্ট,৩টি টি-টোয়েন্টি), (৬) ২০২২ জানুয়ারী থেকে মার্চ মাসে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (৩ একদিনের ম্যাচ, ৩টি-টোয়েন্টি), ভারত বনাম শ্রীলঙ্কায় (৩ টেস্ট, ৩টি টি-টোয়েন্টি), (৭) ২০২২ শে আবার এপ্রিল থেকে মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, (৮) ২০২২ শে জুলাই থেকে আগস্ট মাসে ভারত বনাম ইংল্যাণ্ড (৩ একদিনের ম্যাচ, ৩টি-টোয়েন্টি), ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (২ একদিনের ম্যাচ, ৩টি-টোয়েন্টি), (৯) ২০২২ শে সেপ্ঢেম্বর মাসে এশিয়া কাপ (কেন্দ্র নির্ধারিত হয়নি), (১০) ২০২২শে অক্টোবর থেকে নভেম্বর মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ (অস্ট্রেলিয়া), (১১) ২০২২শে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে ভারত বনাম বাংলাদেশ (২টেস্ট,৩ একদিনের ম্যাচ), ভারত বনাম শ্রীলঙ্কা (৫ একদিনের ম্যাচ) (১২) ২০২৩শে জানুয়ারি মাসে ভারত বনাম নিউজিল্যাণ্ড,(৩ একদিনের ম্যাচ, ৩টি -টোয়েন্টি), (১৩) ২০২৩ শে ফেব্রুয়ারী থেকে মার্চ ভারত বনাম অস্ট্রেলিয়া, (৪ টেস্ট,৩ একদিনের ম্যাচ, ৩টি টি-টোয়েন্টি)৷