আগরতলায় ছাত্র যুবসমাজের ডেপুটেশন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ই মার্চ রাজ্য পুলিশের  মহানির্দেশককে স্মারকলিপি দিয়ে বাঙালী ছাত্র যুব সমাজের পক্ষ থেকে জানানো হয়--- বিভিন্ন রাজনৈতিক দলগুলি মাধ্যমিক,  উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়  যেভাবে উচ্চস্বরে মাইক বাজিয়ে সভা-সমিতি করে তাতে ছাত্র-ছাত্রাদের  লেখা পড়ায় ব্যাঘাত ঘটে, কিন্তু প্রশাসন নীরব থাকে৷ অনেকক্ষেত্রে প্রশাসনের অনুমতি নিয়েই বিকট স্বরে মাইক বাজিয়ে  সভা চলে, ছাত্র-ছাত্রাদের  অসুবিধার কথাটা ভাবেই না৷

বাঙালী ছাত্রযুব সমাজের পক্ষে কল্যাণ পাল  বলেন---পরীক্ষা চলাকালীন পুলিশের  অনুমতি নিয়েই রাজনৈতিক দলগুলি মাইক বাজিয়ে সভা করে৷ তিনি বলেন শিলংয়ে বাঙালী নির্যাতন, সি.এ.এ, এন.আর.সি প্রভৃতি বিভিন্ন ইস্যুতে বাঙালী ছাত্রযুব সমাজ বাঙালীর স্বার্থে আন্দোলন করে যাচ্ছে৷ কিন্তু পরীক্ষার সময় আমরা  মাইক ব্যবহার  করে কোন কর্মসূচী নিইনা৷ পুলিশের মহা নির্দেশকের হাতে  স্মারকলিপি দিয়ে অবিলম্বে  এ জিনিস বন্ধ করতে বলেন  নতুবা ‘আমরা বাঙালী’ আরও বড় আন্দোলনে নামবে৷