আই এস এস পরীক্ষায় বাঙালী ছাত্রদের  কৃতিত্ব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস (আই এস এস) পরীক্ষার ২০২০ সালের লিখিত ও ইন্টারভিউয়ের ফলাফল প্রকাশ করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন৷ এই প্রকাশিত ফলাফলে দেখা যায় এক থেকে দশম স্থানে দুই বাঙালী সন্তান আছে৷ দুজনেই কলিকাতার বাসিন্দা৷ পঞ্চম স্থানে আছে বাঁশদ্রোণীর বাসিন্দা প্রীতম সেন ও দশম স্থানে আছে সল্টলেকের মেয়ে সুতপা ঘোষ৷ এছাড়া ৫০ জনের মধ্যে আছে তিনজন বাঙালী সন্তান৷ আদিত্য মন্ডল ২৫, অঙ্কিতা মণ্ডল-৪১ ও অমিত সাহা ৪২ স্থানে৷ গত পাঁচ বছরে আই এস এস পরীক্ষায় কোন বঙ্গসন্তান এই কৃত্তিত্ব দেখাতে পারেনি৷ তাই  বঙ্গসন্তানদের এই ফলাফল  আগামী দিনের পরীক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে সুশীল সমাজের আশা৷