গত সোমবার মিক্সড টিম ইভেন্টে ১০ মিটার এয়ার পিস্তল ও ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে জোড়া সোনা জিতলেন ভারতীয়েরা৷ সবদিক থেকে মোট এদিন ভারতের তিনটি সোনা প্রাপ্তি ঘটে৷ যার ফলে ছটি সোনা, চারটি রূপো ও চারটি ব্রোঞ্জ-সহ ভারতের মোট পদক ১৪টি৷ তিনটি সোনা, দু’টি রুপো ও একটি ব্রোঞ্জ সহ দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷
সংবাদ সূত্রে জানা গেছে যে কাদের দরুণ এই সোনা প্রাপ্তি প্রথম যার নাম বলতে হয় তিনি হলেন মনু ভাক ও সৌরভ চৌধুরি জুটি৷ মাত্র ১৮ বছরের সৌরভ ও ১৯ বছরের মনু ০-৪ পিছিয়ে গিয়েও ইরানের গোলনাউশ সেভাতোল্লাহি ফারোঘি জুটিকে হারান এই পাঁচবার মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন৷
চতুর্থ দিনে পুরুষদের স্কিট টিম ইভেন্টে সোনা জেতে ভারত৷ এই ইভেন্টে মহিলাদের বিভাগে যদিও রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় মহিলাদের৷ পুরুষদের বিভাগে ভারতের গুরজ্যোৎ খাঙ্গুরা-মৈরাজ আহমেদ খান-অঙ্গদ বীর সিংহ বাজওয়াকে নিয়ে তৈরি দল ৬-২ ফলে হারায় কাতারের নাসের আল-আতিয়া আহমেদ আল ঈশাক-রশিদ হামাদকে নিয়ে তৈরি দলকে৷ তবে মহিলাদের বিভাগে ভারতের পরিনাজ ধালিওয়াল-কার্তিকি সিংহ শেখাওয়াত-গনেমত শেখোঁর দল কাজাখস্তানের বিরুদ্ধে হারে ৪-৬৷
এছাড়া টোকিও অলিম্পিক্সে ১০ মিটার মিক্সড এয়ার রাইফেল ইভেন্টে অংশ নিতে দেখা যাবে ১৮ বছরের দিব্যাংশ সিংহ পানোয়ার ও ২১ বছরের এলাভেনিল ভালারিভান জুটিকে৷ এ দিন সোনা জয়ে পরে এলাভেনিল বলেন, ‘‘এই জয় অলিম্পিক্সের ফলে কোনও প্রভাব ফেলবে কি না৷ কারণ অলিম্পিক্সে অংশ নিতে চলা অন্য প্রতিযোগীরা কে কী পদক্ষেপ নেবে তা নিয়ে পরিকল্পনা করছেন, তা এখনও জানা যায় নি৷ তবে এই প্রতিযোগিতা যা শেখালো এটা ভবিষ্যতে কাজে লাগবে৷
এছাড়া মাত্র ২০ বছর বয়সে বিশ্বকাপে ভারতের হয়ে দাপট দেখিয়েছেন ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর৷ ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে সোনা জিতছেন তিনি৷ বছর দুই আগে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে অলিম্পিক্সের টিকিট আগেই নিশ্চিত করেছিলেন ঐশ্বর্য৷ এদিন শুটিং বিশ্বকাপে তাঁর পয়েন্ট ছিল ৪৬২.৫৷ এক পয়েন্টেরও কম ব্যবধানে তিনি হারিয়েছেন হাঙ্গেরির ইস্তিবত্রান পেনিকে৷ তৃতীয় হয়েছেন ডেনমার্কের স্টেফেন ওলসেন৷