সংবাদদাতা
আকাশ দেবনাথ
সময়
নকল মদ খেলে স্বাস্থ্যহানী হয়, লিভার খারাপ হয়, চোখ অন্ধ হয়, সড়ক দুর্ঘটনা ঘটে---আরও কত কি হয়! কথাগুলি বলেন ত্রিপুরা রাজ্য সরকারের আবগারি মন্ত্রী যিষ্ণু দেববর্মা৷
ত্রিপুরা সরকার ফলাও করে বিজ্ঞাপন দিয়ে নেশা বিরোধী অভিযান করছে৷ আবার বিলিতি মদের দোকান খুলতে ঢালাও লাইসেন্সও দিচ্ছে৷ ইতোমধ্যে ২৪টি নতুন বিলিতি মদের দোকান খোলার লাইসেন্সও দেওয়া হয়েছে৷
বিধানসভায় বিষয়টি তোলেন শাসক দল বিজেপির বিধায়ক সুদীপ রায় বর্মণ৷ বিধায়কের প্রশ্ণের জবাব দেন আবগারি মন্ত্রী৷ মন্ত্রীর জবাব শুনে বিরোধী দলের বিধায়ক ভানুলাল সাহা বলেন---আপনারাই নেশা বিরোধী অভিযান করছেন, আবার মদের দোকান খেলার লাইসেন্সও দিচ্ছেন৷ বিলিতি মদ খেলে কি নেশা হয় না? জবাবে আবগারি মন্ত্রী বলেন নেশামুক্ত মানে---বে-আইনী নেশামুক্ত৷ অর্থাৎ মন্ত্রীর কথায় স্পষ্ট লাইসেন্স প্রাপ্ত আইনী দোকানে বসে নেশা করা যাবে৷