ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে বিশ্ব ক্রিকেটে টি-২০-র আবির্ভাব ঘটেছে বেশ কয়েক বছর আগেই৷ ভারত সেই টি-২০ ফরম্যাটে সারা বিশ্বের অনেক ক্রিকেটারদের নিয়ে যে চ্যাম্পিয়নশিপের আয়োজন করে আসছে তার নাম দেওয়া হয়েছে ইণ্ডিয়ান প্রিমিয়ার লীগ (আই.পি.এল.)৷ এখন এই খেলার সঙ্গে জড়িত হয়ে পড়েছে ক্রিকেটার ছাড়াও অভিনেতা-অভিনেত্রী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা-নেত্রী, সিনেমা জগতের পরিচালক, প্রোডিউসার আরও অনেক তথাকথিত উঁচুতলার অভিজাত মানুষজন৷ মূলত তাঁদের পয়সায় আই.পি.এল এক জনপ্রিয়তম আনন্দ উৎসবের প্ল্যাটফরম্৷ দর্শক ঠাসা ষ্টেডিয়ামে ব্যাটে-বলের এই ক্রিকেট যুদ্ধ স্বভাবতঃই জমে ওঠে৷ কিন্তু টি-২০-র এই ক্রিকেটে ক্রিকেট খেলার সেই আভিজাত্য, ব্যাটিং, বোলিংয়ের সেই শৈল্পিক মাধুর্য, ক্রিকেট থেকে আজ অবলুপ্তির পথে৷ এখন যেন-তেন ভাবে ডাঙ্গুলির মত ব্যাট চালাও, বল সীমানার ওপরে গেলেই অর্থ, নাচা-গানা, আলোর রোশনাই, দামী গাড়ীর হাতছানি৷ চার-ছয় হলে বা উইকেট পড়লে আলোর ঝলকানিতে ঝলমলিয়ে ওঠে ড্রিমগার্লের উদ্দাম নৃত্য, বিউটি পার্লারে মাজাঘষা করা চকচকে মুখশ্রী আরও কত কি! ক্রিকেটের মাঠে খেলার সময়ই এমন মুহৃর্ত্ত আসে যখন পারিপার্শ্বিক অবস্থাটাই প্রধান ব্যাটে-বলের লড়াইটা সেখানে একরকম ব্রাত্য৷ ক্রিকেটের বর্তমান পরিচালকরা তাঁদের বর্তমান কর্মধারা দিয়ে বোঝাতে চাইছেন---এই প্রিমিয়ার লীগ উপহার দেবে অনেক ভাল ক্রিকেটার, ভবিষ্যতে গতি-শক্তি আর শিল্পের যুগলবন্দীতে গড়ে উঠবে যে জাঁকজমকপুর্ণ স্পোর্টস তার নামই ক্রিকেট৷ শুধু হারিয়ে যাবে ক্রিকেটের ব্যকরণ, তার আভিজাত্য৷ ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে এসে গেছে সুপার ওভার---মানে এক ওভারেই বহুদিনের অধ্যাবসায়ের ফলাফল প্রকাশ৷ একদিন টি-ওয়ান ওভারের আই.পি.এলও হবে৷ আর ক্রিকেট বোদ্ধাদের পেছনে---মাথায় রঙিন আলোয় আইপিএল লেখা টুপি, গলায় ব্যাট আর বলের পাগলা ঘণ্টি নিয়ে টি-ওয়ান ওভারের আইপিএল দেখার প্রতীক্ষায় আমি রইলাম৷
সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়