গত ২রা এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বিশিষ্ট আনন্দমার্গী শ্রী গৌতম জানার বাড়ীতে একটি তত্ত্বসভার আয়োজন করা হয়৷ তত্ত্বসভায় প্রথমে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন মীরা পাল ও শান্তি পাল৷ এরপর এক ঘণ্টা বাবানাম কেবলম নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে সাধনা ও গুরুপূজার পর আনন্দমার্গ দর্শনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেনবধূতিকা আনন্দ গুণময়া আচার্যা ও আচার্য রাজেশ ব্রহ্মচারী৷
গত ১৯শে এপ্রিল পূর্ব মেদিনীপুররের মেচেদা ষ্টেশন সংলগ্ণ বিশিষ্ট আনন্দমার্গী শ্রী শম্ভুনাথ গড়াঞয়ের বাড়ীতে গৃহপ্রবেশ উপলক্ষ্যে সকাল ৯টা থেকে ১২টা তিন ঘণ্টা ব্যাপী অখণ্ড নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে সাধনা ও গুরুপূজার পর আনন্দমার্গ আদর্শের ওপর বিস্তারিত আলোচনা করেন আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসী আচার্য কাশীশ্বরানন্দ অবধূত, আচার্য রবীশানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা ও পূর্ব মেদিনীপুর জেলার ভুক্তিপ্রধান শ্রী মানস কালসার৷ উক্ত অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক স্থানীয় আনন্দমার্গী ও শ্রী শম্ভুনাথ গড়াঞয়ের শুভানুধ্যায়ীরা ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান শেষে সবাই মিলিত ভোজে অংশগ্রহণ করেন৷
বারাসত ঃ গত ২১শে এপ্রিল রবিবার বিশিষ্ট মার্গী দিদি শ্রীমতী টুকু দাসের বাড়ীতে ১২ ঘণ্টা (সকাল ছটা থেকে সন্ধ্যা ৬টা) অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে একই দিনে একটি মেডিক্যাল ক্যাম্পেরও আয়োজন করা হয়৷ প্রায় দুই শতাধিক ব্যষ্টি এই ক্যাম্পে বিনামূল্যে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান ও প্রয়োজনীয় ওষুধপত্রও গ্রহণ করেন৷
একই অনুষ্ঠানে সাধনা, গুরুপূজার পর কীর্ত্তন সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য তন্ময়ানন্দ অবধূত, শ্রী সন্তোষ বিশ্বাস প্রমুখ৷
কেশিয়াড়ী - ২৪ শে এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশিয়াড়িতে এখানকার বিশিষ্ট আনন্দমার্গী রণজিত সাধুর (পিতা দেবেন্দ্রনাথ সাধু) গৃহপ্রাঙ্গনে ৩ঘন্টা ব্যাপী ‘‘বাবা নাম কেবলম্’’ মহামন্ত্রের অখণ্ডকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷
অখণ্ডকীর্ত্তনের পর মিলিত সাধনা হয়৷ সাধনা ও কীর্ত্তনের ওপর বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা ও আচার্য অমৃতানন্দ অবধূত৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য শুভব্রত ব্রহ্মচারী৷
কোচবিহার ঃ গত ১৪ই এপ্রিল কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গার বিশিষ্ট আনন্দমার্গী শ্রীমতী প্রতিমা রায়ের বাড়ীতে তিন ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন, সাধনা ও গুরুপূজার পর কীর্ত্তন সম্পর্কে বক্তব্য রাখেন কোচবিহার ডিটিএস দাদা আচার্য মহীতোষ ব্রহ্মচারী ও সন্তোষ কুমার মোদক৷ অনুষ্ঠানে উপস্থিত সকলকে প্রসাদ বিতরণ করা হয়৷
গত ১৮ই এপ্রিল ঘোকসাডাঙ্গার নিখিল মজুমদারের বাড়ীতে তিন ঘণ্টা ব্যাপী অখণ্ড নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে আনন্দমার্গ সংক্ষেপে বক্তব্য রাখেন শ্রী সন্তোষ কুমার মোদক ও রেক্টর মাষ্টার (গোপালপুর)৷