সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৪ ও ৫ই অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ডিটের বাকুলদা আনন্দমার্গস্কুলে ২৪ঘন্টা ‘‘ৰাৰা নাম কেবলম্’ মহানাম মন্ত্র অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ মেদিনীপুর ডায়োসিসের বিভিন্ন প্রান্তের মার্গী ভাইবোন ও বহু সাধারণ মানুষ কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷ কীর্ত্তন পরিচালনা করেন অবধূতিকা আনন্দপূর্ণপ্রাণা আচার্যা, অবধূতিকা আনন্দউৎপলা আচার্যা, কন্টাই ডিট.এস প্রমুখ৷ কীর্ত্তন ও মিলিত সাধনার পর কীর্ত্তন মাহাত্ম ও মার্গের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন শ্রী সুভাষ পাল, জেলার ভুক্তি প্রধান মানস কালসার, অবধূতিকা আনন্দপূর্ণপ্রাণা আচার্যা প্রমুখ৷
৪ঠা অক্টোবর সকাল ৯টা থেকে অপরাহ্ণ ১টা পর্যন্ত আনন্দমার্গের সামাজিক, অর্থনৈতিক ও আধ্যাত্মিক দর্শনের ওপর আলোচনা অনুষ্ঠিত হয় বাকুলদা স্কুলে৷