অলিম্পিক্সে কুস্তিতে যোগ্যতা অর্জন করলেন সোনম মালিক ও অংশু মালিক

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

কাজাখস্তানের আলমাটিতে  এশীয় অলিম্পিক্স যোগ্যতা অর্জনের প্রতিযোগিতায় চমকে দিয়েছেন সোনাম মালিক৷ তিনি লড়েন ৬২ কেজি বিভাগে৷ এই বিভাগে বিশেষজ্ঞেরা এগিয়ে রেখেছিলেন কাজাখস্তানেরই আয়ালিম কাসিমোভাকে৷ তাঁর বিরুদ্ধে  নির্ণায়ক লড়াইয়ে  শুরুতেই ০-৬ পিছিয়ে পড়েন সোনম৷ কিন্তু তার পরেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়ে ৯-৬ ফলে ম্যাচ জিতে নেন৷ সাম্প্রতিক  চারটি ট্রায়ালে সোনম তাঁর অসাধারণ আবির্ভাব ঘোষণা করেন সাক্ষীকে  হারিয়ে৷ যার ফলে রিয়োয় সফল কুস্তিগির আলমাটিতে নামার সুযোগ হারান৷ তবু অনেকেই ভাবতে পারেনি এশীয় প্রতিযোগিতা থেকে সোনমই টোকিয়োর  টিকিট নিশ্চিত করবেন৷ যা সাক্ষীর  এ বারের অলিম্পিক্সে যাওয়ার দরজা পুরোপুরি বন্ধ করে নিল৷

এরপর যার জানা গেছে সেও পিছিয়ে নেই৷ ৫৭কেজি বিভাগে তিনি আগাগোড়া  দাপট দেখিয়েছেন৷ ফাইনালে  ওঠার পথে  তিনি দু’পয়েন্ট হারিয়েছিলেন৷ টেকনিক্যাল দক্ষতায়  অংশু ফাইনালের আগে তিনটি ম্যাচ জেতেন৷ শুরুটা হয়েছিল কোরিয়ার জিয়ুন উমকে  হারিয়ে৷ তার পরের লড়াইয়ে  দাঁড়াতে কাজাখস্তানের এমা তিসিনাকে৷  তাই এই দুই জয়ী কুস্তিগিরের ক্রীড়াকৃতিত্ত্বের গোটা দেশে প্রশংসা করছে ৷