আল্ট্রা ডেন্স ফরেষ্ট প্রোজেক্ট

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 আনন্দনগরে  রুক্ষ-সুক্ষ কাঁকুরে মাটিতে সবুজের সমারহ ঘটাতে আনন্দনগরে আধুনিক বনসৃজন প্রকল্প আল্ট্রা ডেন্স ফরেস্ট প্রোজেক্ট রূপায়ন শুরু হয়েছে৷ প্রথম স্তরে আনন্দনগর অস্থি পাহাড়ে বিভিন্ন প্রজাতির কুড়ি রকমের চারাগাছ রোপন করা হয়েছে৷ আনন্দনগরে রেক্টর মাস্টার আচার্য নারায়ণানন্দ অবধূত বলেন---আমাদের দৃঢ় প্রত্যয় কয়েক বছরের মধ্যে এটি ঘন জঙ্গলে পরিণত হবে৷ ইতিমধ্যে আনন্দনগরে রকমারি সুন্দর সুন্দর পাখী ও ময়ূর-ময়ূরীর দেখা পাওয়া যাচ্ছে ৷ আগামী দিনে এদের সংখ্যা বৃদ্ধি পেয়ে আনন্দনগরে পরিবেশ ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে৷