লেখক
গৌরব সাহা
আমি স্বপ্ণ দেখি
এক নোতুন প্রভাতের স্বপ্ণ
যেখানে নেই কোন ক্লেশ -দ্বেষ
অসহায়দের প্রতি কোন অযত্ন৷
সেখানে নাই কোন ভেদাভেদ
কিংবা অশিক্ষার অন্ধকার
কেউই নয় অকারণে লাঞ্ছিত
অথবা কোন বৈষম্যের শিকার৷
আমি স্বপ্ণ দেখি
এক নোতুন সমাজের স্বপ্ণ
যেখানে আর্ত-শোষিতের সেবায়
সকলেই থাকে সদা মগ্ণ৷
সেখানে কেউই নয় ভীত-বিচলিত
অথবা দারিদ্র্যে নিপীড়িত
এগিয়ে চলার মধুমন্ত্রে
সকলে সেথায় উজ্জীবিত৷
- Log in to post comments