‘আমরা বাঙালী’র  বিক্ষোভ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২২শে জানুয়ারি আমরা বাঙালীর কর্মী সমর্থকরা ব্যাঙ্গালোর থেকে বাঙালী বিতাড়ণের প্রতিবাদে হাজরা পার্কে একটি  বিক্ষোভ সভা করে৷ এদিন অপরাহ্ণে বিকাল ৩টের সময় শতাধিক আমরা বাঙালীর কর্মী-সমর্থক হাজরা মোড়ে জমায়েত হয়৷ পরে সেখানে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়৷ ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাস, অরূপ মজুমদার, যুবনেতা তপোময় বিশ্বাস, কলকাতার জেলা সচিব গোপাল রায় চৌধুরী, সুনীল চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন৷

বক্তারা হুমকির সুরে বলেন রাজ্যে রাজ্যে যেভাবে বাঙালী বিতাড়ণ হচ্ছে, বাঙালীদের ওপর নির্যাতন হচ্ছে পশ্চিমবঙ্গে যদি তার পাল্টা শুরু হয়ে কোনো শক্তি তাকে প্রতিরোধ করতে পারবে না৷ যুবনেতা তপোময় বিশ্বাস বলেন--- পশ্চিমবঙ্গের আড়াই কোটিরও বেশি অবাঙালী আছে, পশ্চিমবাঙলার বাইরে  ভারতবর্ষের সব প্রদেশ মিলিয়েও ৫০ লক্ষ বাঙালী নেই৷ পশ্চিমবাঙলার অবাঙালীরা তাদের রাজ্যে ফিরে যাক৷ তখন অন্যান্য রাজ্যের বাঙালীরা ফিরে এলে জায়গার অভাব হবে না৷  কেন্দ্রীয় কমিটি র সদস্য জয়ন্ত দাস বলেন--- রেলের টিকিটে বাংলা করতে আমরা বাধ্য করেছি, রাজ্যে রাজ্যে বাঙালী নির্যাতন বন্ধ  না হলে পশ্চিমবঙ্গ থেকে অবাঙালীদের চলে যেতে আমরা বাধ্য করবো৷ বহু সাধারণ মানুষ সভায় জমায়েত হয়ে ‘আমরা বাঙালী’-কে সমর্থন জানান৷