‘আমরা বাঙালী’র বিক্ষোভ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বেশ কিছুদিন ধরে মেঘালয়ে শিলং শহরে বাঙালী নির্যাতন আবার শুরু হয়েছে৷ বাঙালীদের মেঘালয় ছাড়ার হুমকীও দেওয়া হয়েছে৷ আমরা বাঙালীর পক্ষ থেকে এর তীব্র নিন্দা করা হয়৷ গত ৬ই মার্চ মেঘালয় ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন আমরা বাঙালীর কর্মী সমর্থকরা৷ ওই দিন  বিকাল তিনটের সময় আমরা বাঙালীর কয়েকশ’ সমর্থক রুবি হাসপাতালের সামনে থেকে মিছিল করে কসবা মেঘালয় ভবনের সামনে গিয়ে জমায়েত হয়৷ সেখানে বিক্ষোভ প্রদর্শন ও পথসভা করা হয়৷ মেঘালয় ভবনে একটি স্মারকলিপিও দেওয়া হয়৷ পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সচিব বকুল রায়, ছাত্র-যুব সমাজের সচিব তপোময় বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ৷ কেন্দ্রীয় সচিব বকুল রায় বলেন---মেঘালয় সরকার বাঙালী নির্যাতন বন্ধে ব্যবস্থা না নিলে ‘আমরা বাঙালী’ চুপ করে বসে থাকবে না৷ প্রয়োজনে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে সরক ও রেলপথের যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে৷