সম্প্রতি বাংলাদেশ রাষ্ট্রে সংখ্যালঘুদের উপর উগ্রপন্থী সন্ত্রাসবাদী দ্বারা খুন, জখম, লুটপাটের প্রতিবাদে সরব ‘আমরা বাঙালী’ দল৷ ২১শে অক্টোবর, ‘আমরা বাঙালী’ দলের কেন্দ্রীয় সচিব শ্রী জ্যোতিবিকাশ সিনহা সহ ৩ প্রতিনিধি দল কলকাতার পাকসার্কাসের বাংলাদেশ হাইকমিশনার মারফৎ বাংলাদেশের মাননীয়া প্রধানমন্ত্রীর উদ্দেশে এক স্মারকলিপি প্রদান করা হয়৷ সভায় বক্তব্য রাখেন---বিকাশ বিশ্বাস, জয়ন্ত দাশ, তপোময় বিশ্বাস, অরূপ মজুমদার সহ বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ৷ এছাড়াও উপস্থিত ছিলেন বাঙালী মহিলা সমাজ সচিব প্রণতি পাল, মোহন অধিকারী কলকাতা জেলা সচিব হিতাংশু ব্যানার্জী, গোপাল রায় চৌধুরি, মিন্টু বিশ্বাস, সঞ্জয় প্রামাণিক, সঞ্জীব বিশ্বাস, অনিমেষ বিশ্বাস প্রমুখ৷ কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিন্হা বলেন---অতি সম্প্রতি বাংলাদেশ রাষ্ট্রে শারদোৎসবের সময় উগ্রপন্থীদের দ্বারা সাধারণ নিরীহ মানুষের উপর উগ্র সন্ত্রাস, খুন, লুটপাটের মত মানবতা বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ‘‘আমরা বাঙালী’’র প্রতিবাদ চলবে৷ আমরা বাংলাদেশের মাননীয়া প্রধানমন্ত্রীর কাছে দাবী রাখছি, অবিলম্বে এই উগ্র সাম্প্রদায়িক, সন্ত্রাসবাদীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক৷ পাশাপাশি এই আবেদনও রাখছি--- এই মধ্যযুগীয় বর্বরতার পুনরাবৃত্তি যেন না ঘটে৷ বাঙালী জাতির গৌরব বিশ্বজুড়ে,সেই গৌরব যেন কোন অবস্থাতেই ক্ষুণ্ণ্ না হয়৷ বাঙালী ছাত্রযুব সমাজের সচিব তপোময় বিশ্বাস এই সংবাদ জানান৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়