অন-লাইন আলোচনা সভায় প্রভাত সঙ্গীত ও নব্যমানবতাবাদ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩১শে অক্টোবর মুম্বাই বিশ্ববিদ্যালয়ের ইংরাজী বিভাগের উদ্যোগে অন-লাইনে মহান দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকার  প্রবর্ত্তিত  নব্যমানবতাবাদ বিষয়ের ওপর একটি মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ মুম্বাই বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যক্ষ ডঃ ভাগ্যশ্রী বার্র্ম ও আনন্দমার্গের বিদগ্দজনের সংস্থা রেনেসাঁ ইয়ূনিবার্সালের কেন্দ্রীয় সচিব আচার্য দিব্যচেতনানন্দ  অবধূত আলোচ্য বিষয়ে ওপর মননশীল বক্তব্য রাখেন৷

গত ৩০শে অক্টোবর অনুরূপ একটি আলোচনার বিষয় ছিল শ্রদ্ধেয় শ্রী প্রভাতরঞ্জন সরকার রচিত ‘ভাব ও ভাবাদর্শ’ গ্রন্থের মনের  সৃষ্টি বিষয়ের ওপর৷ আলোচনায় অংশগ্রহণ করেন ---আচার্য দিব্যচেতনানন্দ অবধূত, মতিহারি মহাত্মাগান্ধী, কেন্দ্রীয় বিশ্ববিদ্যায়ের অধ্যক্ষ অনিল প্রতাপ গিরি, পুরুলিয়া এস.কে.বি বিশ্ববিদ্যালয়ের ডঃ সুবির চক্রবর্তী প্রমুখ৷

গত ৬ই অক্টোবর অন-লাইন আলোচনা সভায় নারীর মর্যাদা বিষয়ের ওপর ও গত ১৩ই অক্টোবর প্রাউটের দৃষ্টিতে নারী শোষণ ও সমাধান বিষয়ের ওপর বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা৷