আন্দামান কলেজে আলোচনা সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পোর্টব্লেয়ার : গত ২রা মার্চ পোর্টব্লেয়ার আন্দামান কলেজের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ এই সভায় ‘বর্তমান সমাজের সার্বিক অবক্ষয় থেকে উত্তরণের পথ’ শীর্ষক বিষয়ে আলোচনার জন্য আনন্দমার্গ প্রচারক সংঘের প্রবীণ সন্ন্যাসী আচার্য প্রসূণানন্দ অবধূতকে আমন্ত্রণ জানানো হয়৷ তিনি তাঁর বক্তব্যে ছাত্রছাত্রাদের সামজে শিক্ষা, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতির ক্ষেত্রে অবক্ষয়ের চিত্রটি তুলে ধরেন৷ তিনি বলেন সমাজে সৎ, নীতিবাদী, আদর্শ মানুষের অভাব৷ জীবনের সর্বক্ষেত্রেই মূল্যবোধের অভাব সমাজকে পঙ্কিলাবদ্ধ করে দিয়েছে৷ এই ক্ষয়িষ্ণু সমাজকে পঙ্কিলমুক্ত করতে হলে চাই সৎ, নীতিবাদী, আদর্শ মানুষ৷ একমাত্র আধ্যাত্মিক জীবনচর্যার অনুশীলনের মাধ্যমেই সৎ, নীতিবাদী, আদর্শ মানুষ হওয়া সম্ভব৷ তিনি বলেন আনন্দমার্গের সর্বাত্মক জীবনাদর্শই এই নীতিবাদী মানুষ গড়ে তুলবে ও সমাজকে পঙ্কিলমুক্ত করবে৷