সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৫ই ফেব্রুয়ারী পোর্ট ব্লেয়ার আন্দামান-নিকোবর হার্বার ওয়ার্কস্-এর অফিসের প্রায় শতাধিক কর্মীকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনার বিষয় ছিল মানসিক চাপ থেকে মুক্তি৷ এই আলোচনা সভায় আনন্দমার্গের বরিষ্ঠ সন্ন্যাসী আচার্য প্রসূণানন্দ অবধূত স্ট্রেস ম্যানেজমেণ্টের ওপর বক্তব্য রাখেন৷ তিনি বলেন বর্তমানে সমাজে বেশীরভাগ মানুষ মানসিক চাপে ভোগেন৷ তার ফলে নানা রোগে আক্রান্ত হন৷ চাপ কাটানোর সব থেকে ভাল উপায় যোগ সাধনা৷ নিয়মিত যোগাভ্যাসে চাপ থেকে যেমন মুক্তি পাওয়া যায় ও আনন্দময় জীবন লাভ করা যায়৷ তাঁর বক্তব্য উপস্থিত সকলে উচ্ছ্বসিত প্রশংসা করেন৷