সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২১শে ফেব্রুয়ারী বাঙালী সংসৃকতি পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় আন্দামানে৷ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দমার্গের বরিষ্ঠ সন্ন্যাসী আচার্য প্রসূণানন্দ অবধূত৷ তিনি তাঁর বক্তব্যে বাঙলার ভাষা-সংসৃকতির বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেন ও প্রাউটের ভাষানীতি ও আর্থিক বিকাশের সঙ্গে ভাষার সম্পর্ক তাঁর বক্তব্যে উঠে আসে৷
মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকার তাঁর বাঙলা ও বাঙালী পুস্তকে বাঙলার সভ্যতা ও সংসৃকতির যে উৎকর্ষের ইতিহাস তুলে ধরেছেন প্রসূণানন্দজী তাঁর বক্তব্যে তা তুলে ধরেন৷ তাঁর বক্তব্য শুণে উপস্থিত বুদ্ধিজীবীবৃন্দ বিস্ময় প্রকাশ করেন ও উচ্ছ্বসিত প্রসংসা করেন৷