কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে সামাজিক জমায়েত ও সভাসমিতি বন্ধ৷ আনন্দমার্গ প্রচারক সংঘের বিভিন্ন বিভাগ আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয়ের বিভিন্ন দিক অনলাইন আলোচনার মাধ্যমে বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দিচ্ছে৷
গত ৩০ ও ৩১ আগষ্ট কেন্দ্রীয় জনসংযোগ সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূতের উদ্যোগে রেণেসাঁ ইয়ূনিবার্র্সলের পক্ষ থেকে একটি অনলাইন আলোচনাচক্র অনুষ্ঠিত হয়৷ আলোচ্য বিষয় ছিল সামাজিক ও আধ্যাত্মিক বিজ্ঞানে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজি অবদান৷ প্রধান অতিথি ছিলেন ইন্ডিয়ান ফিলজফিক্যাল কংগ্রেসের চেয়ারম্যান অধ্যাপক এস আর ভাট৷ আনন্দমার্গ দর্শনে যোগ মনস্তত্ব ও তার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় মূলত আলোচনা হয়৷ আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ডঃ এইচ, এস, প্রসাদ, অধ্যাপক সন্তোষ সুক্ল, অধ্যাপিকা বুলবুল ধর, অধ্যাপক সিরাজুল ইসলাম, ডঃ সুতপা রায়, টিনি দত্ত প্রমুখ৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন--- ডঃ রিনি রায়৷ এছাড়াও ধারাবাহিকভাবে আনন্দমার্গ দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন আচার্য প্রসূনানন্দ অবধূত,আচার্য কাশীশ্বরানন্দ অবধূত, আচার্য ধ্যানেশানন্দ অবধূত প্রমুখ