শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্মশতবর্ষ উপলক্ষ্যে গত ২৮শে আগষ্ট জাতীয় ওয়েবিনারে একটি আলোচনা চক্রের আয়োজন করেছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের বুদ্ধিজীবী শাখা রেনেসাঁ ইয়ূনিবার্সাল৷ আলোচনার বিষয় ছিল মানবতার কল্যাণে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর বহুমুখী অবদান--- আলোচনাচক্রে সভাপতি ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক গোপলচন্দ্র মিশ্র৷ প্রধান অতিথি ছিলেন---অধ্যাপক এস.আর.ভাট৷ আলোচনার শুরুতে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন সুস্মিতা নাগ ও আনন্দমার্গ দর্শনের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক লক্ষ্মীকান্ত পাধি, মতিহারি মহাত্মা গান্ধী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিল প্রতাপ গিরি, হাওড়া আন্দুলের প্রভু জগবন্ধু কলেজের অধ্যাপক ডঃ সুতপা রায়, ডঃ বিশ্বজিৎ ভৌমিক ও রেনেসাঁ ইয়ূনিবার্সালের কেন্দ্রীয় সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়