আনন্দমার্গ স্কুলে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

সংবাদদাতা
ক্রীড়া সংবাদদাতা
সময়

বাগনান ঃ বাগনান চালিধাউড়িয়া আনন্দমার্গ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত ২৫শে জানুয়ারী৷ সকাল ১০টায় পতাকা উত্তোলন করে প্রতিযোগিতা শুরু হয়৷ পতাকা উত্তোলন করেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ এরপর তিনি সংক্ষিপ্ত ভাষণে বলেন প্রতিটি ছাত্রের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশের জন্যে পুঁথিগত বিদ্যার পাশাপাশি খেলাধূলা ও সাংসৃকতিক চর্চারও প্রয়োজন৷ আনন্দমার্গ স্কুলের বৈশিষ্ট ছাত্রদের শুধু পুঁথিগত শিক্ষাই নয়, ছাত্র-ছাত্রার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশের দিকটাও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়৷

প্রতিযোগিতার শেষে ছাত্রছাত্রাদের হাতে পুরস্কার তুলে দেন স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ রূপলীনা আচার্যা, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত প্রমুখ৷

নবরায়নগর, নদীয়া : আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা ব্রহ্মচারিণী অনন্যা আচার্যার উদ্যোগে ও শিক্ষিকাবৃন্দের ঐকান্তিক সহযোগিতায় বিদ্যালয়ের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হ’ল৷ বিদ্যালয়ের ছাত্রছাত্রাদের ১৭টি দলে ভাগ করে প্রত্যেকটি দলে ২টি করে মোট ৩৪টি ক্রীড়া প্রতিযোগিতা হয়৷ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগীদের পুরসৃকত করা হয়৷ এছাড়া সকলের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা ছিল৷ সহযোগিতায় ছিলেন অবধূতিকা আনন্দসুধাকল্পা আচার্যা, অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা, ব্রহ্মচারিণী সমর্পিতা আচার্যা৷ অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন করেন অবধূতিকা আনন্দ সংশুদ্ধা আচার্যা৷

কৃষ্ণনগর ঃ নদীয়া জেলার কৃষ্ণনগর শহরের স্যাকড়াপাড়া আনন্দমার্গ স্কুলে  বিদ্যালয়ের অধ্যক্ষা ব্রহ্মচারিণী সমর্পিতা আচার্যার উদ্যোগে ও বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দের অকুণ্ঠ সহযোগিতায় গত ৩রা ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিদ্যালয়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷ ব্রহ্মচারিণী অনন্যা আচার্যা পতাকা উত্তোলন করলে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়৷ মোট ১৫টি বিষয়ে ক্রীড়া প্রতিযোগিতা হয়৷ খেলা শেষে প্রথম থেকে তৃতীয় স্থানাধিকারীদের পুরসৃকত করা ছাড়াও সকল প্রতিযোগীদের জন্য বিশেষ পুরস্কারও প্রদান করা হয়৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা ও আচার্য সত্যসাধনানন্দ অবধূত৷