আনন্দমার্গ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 ৩০ নভেম্বর, ২০১৯ ঃ নদীয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগর স্যাকড়াপাড়ায় মহিলা বিভাগ কর্তৃক পরিচালিত আনন্দমার্গ স্কুল প্রাঙ্গণে অভিভাবক-অভিভাবিকা, আমন্ত্রিত অতিথি ও বহু উৎসাহী দর্শকবৃন্দের উপস্থিতিতে বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হ’ল বিকাল পাঁচটায়৷ অধ্যক্ষা ব্রহ্মচারিণী সমর্পিতা আচার্যার উদ্যোগে ও বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দের অকুণ্ঠ সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য সত্যসাধনানন্দ অবধূত৷ নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সহকারী অধ্যাপক মাননীয় দীপাঞ্জন ঘোষ প্রধান অতিথি, বিশেষ অতিথি মাননীয় অসিত সাহা (প্রাক্তন কাউন্সিলর) বিশেষ অতিথি মাননীয়া অবধূতিকা আনন্দ চিতিসুধা আচার্যা ও প্রবীণ আনন্দমার্গী শ্রী গৌরাঙ্গ ভট্টাচার্য মঞ্চে আসন গ্রহণ করেন৷ স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের অধ্যক্ষা ব্রহ্মচারিণী সমর্পিতা আচার্যা৷ অতিথিবৃন্দ মহান দার্শনিক ও শিক্ষাগুরু শ্রীপ্রভাতরঞ্জন সরকারের প্রতিকৃতিতে মাল্যদান করেন৷ মোমবাতী প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি মাননীয় ডায়োসিস সচিব আচার্য সত্যসাধনানন্দ অবধূত৷ পরে বিদ্যালয়ের ছাত্রছাত্রাবৃন্দ অতিথিবৃন্দকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পূর্ণতা দেব৷ প্রধান অতিথি দীপাঞ্জন ঘোষ ও বিশেষ অতিথি মাননীয় শ্রী অসিত সাহা মহাশয় তাঁদের বক্তব্যে বিদ্যালয়ের পঠন-পাঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ভূয়শী প্রশংসা করেন৷ বিশিষ্ট অতিথি অবধূতিকা আনন্দ চিতিসুধা আচার্যা  (এডুকেশনাল ইনচার্জ, দিল্লী সেক্টর) আনন্দমার্গ দর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷ এছাড়া নব্যমানবতাবাদী শিক্ষা বিষয়ের ওপরও মূল্যবান বক্তব্য রাখেন৷

বিদালয়ের ছাত্র-ছাত্রারা ছড়া, ছড়া অবলম্বনে নৃত্য, বাংলা-ইংরেজী-সংস্কৃত ভাষায় আনন্দবাণী পাঠ, এছাড়া প্রভাতসঙ্গীত, প্রভাতসঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করে৷ সবশেষে আকর্ষণীয় ছিল মহান শিক্ষাগুরু শ্রীপ্রভাতরঞ্জন সরকার রচিত ‘তাড়াবাধা ছড়া’ অবলম্বনে নৃত্যনাট্য৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা, জি.ভি. সেক্টোরিয়াল সেক্রেটারী---দিল্লী৷

সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি আচার্য সত্যসাধনানন্দ অবধূত৷