আনন্দমার্গের আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৪ ও ২৫শে ফেব্রুয়ারী বীরভূম জেলার সাঁইথিয়া কোলড়াগ্রামে মা সারদা আশ্রমে একটি অনুষ্ঠানে আনন্দমার্গকে আমন্ত্রণ জানানো হয় মার্গের আদর্শ ও দর্শন বিষয়ে আলোকপাত করার জন্যে৷ ২৪ তারিখে ওই আলোচনা সভায় আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে বক্তব্য রাখেন  অবধূতিকা আনন্দরঞ্জিতা আচার্যা, আচার্য দেবপমানন্দ অবধূত ও শ্রী রামদাস বিশ্বাস প্রমুখ৷

২৫ তারিখ সন্ধ্যায় শান্তিনিকেতনের রেঁণেসা আর্টিষ্ট এ্যাণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশন (রাওয়া)  প্রভাত সঙ্গীত অবলম্বনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন উপস্থিত অতিথিবৃন্দদের৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী রবি গড়াই৷