আনন্দমার্গের কেন্দ্রীয়  কার্যালয় বসন্তোৎসব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১০ই মার্চ আনন্দমার্গ প্রচারক সংঘের তিলজলাস্থিত কেন্দ্রীয় ধ্যানমন্দির ভবনে বসন্তোৎসব পালিত হয়৷ এই উপলক্ষ্যে বিকেলে ৩টা থেকে ৬টা পর্যন্ত অখণ্ড বাবা নাম কেবলম্’’ নাম সংকীর্ত্তন  ও এরপর মিলিত সাধনা অনুষ্ঠিত হয়৷ ও ‘বসন্তৎসব’ সম্পর্কে মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর প্রবচন পাঠ করেন আচার্য নিত্যসত্যানন্দ অবধূত৷

এরপর মার্গগুরুর বিডিও  প্রদর্শন করা হয়৷ এর পর উপস্থিত ভক্তবৃন্দ মার্গগুরুর প্রতিকৃতিতে ফুল নিবেদন করেন৷

করোনা বাইরাস সম্পর্কিত সতর্কতার কারণেই এবার আবীরের পরিবর্তে মার্গগুরুর চরণ পূষ্পার্ঘ অর্পণ করা হয়৷  এরপর সবাই মিলিতভাবে  প্রসাদ গ্রহণ করেন৷

রাণীহাটী ঃ হাওড়ার রাণীহাটীতে দোল উৎসব পালন করেন এই জেলার মার্গী ভাইবোনেরা৷ শতাধিক মার্গী ভাইবোন ‘বাবানাম কেবলম্’ কীর্ত্তন করতে করতে রাণীহাটীর শহর পরিক্রমা করে আনন্দমার্গ আশ্রমে এসে সমবেত হন৷ সেখানে মিলিত সাধনার পর বসন্তোৎসবের তাৎপর্য ব্যাখ্যা করে বরিষ্ঠ মার্গীরা৷

আন্দুলে বসন্তোৎসব---হাওড়া জেলার আন্দুলে ৯ই মার্চ বসন্ত উৎসবে মাতেন স্থানীয় মার্গী ভাহবোনেরা৷ পুষ্পপত্রে সজ্জিত একটি ম্যাটাডোরে মার্গগুরুর প্রতিকৃতি নিয়ে আন্দুলের বিভিন্ন পথ পরিক্রমা করে কদমতলায় এসে শোভাযাত্রা সমাপ্ত হয়৷