গত ২৮,২৯শে ফেব্রুয়ারী থেকে ১লা মার্চ ২০২০ মুর্শিদাবাদের লাগবাগ শহরে আনন্দমার্গ সুকলে সেকেন্ড ডায়োসিস সেমিনার হয়ে গেল৷ অর্গানাইজার ছিলেন শ্রী রামপ্রসাদ সাহা (বি.পি)৷ উপস্থিত ছিলেন নদীয়ার ভুক্তিপ্রধান শ্রী অনিল কুমার বিশ্বাস৷ ট্রেনার ছিলেন আচার্য রবীশানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দসুধাকল্পা আচার্যা৷
তিনটি জেলা (মুর্শিদাবাদ, নদীয়া ও উত্তর ২৪-পরগণা) থেকে প্রায় ২৫০ জন মার্গী ভাইবোন সেমিনারে অংশগ্রহণ করেন৷ সেমিনারে বিভিন্ন বিষয়ের উপর সারগর্ভ বক্তব্য রাখেন আচার্য রবীশানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দসুধাকল্পা আচার্র্য৷ আলোচনার বিষয়গুলির মধ্যে ছিল মানবজীবনের উদ্দেশ্য ও কর্তব্য, যোগ ও যোগসাধনার উপকারিতা, বর্তমান পৃথিবীতে আধ্যাত্মিকতার গুরুত্ব, গুরু ও গুরুকৃপা, পরিবেশের ভারসাম্য রক্ষা, রাজনৈতিক গণতন্ত্র ও অর্থনৈতিক গণতন্ত্রের পার্থক্য, নব্যমানবতা প্রভৃতি৷ উপস্থিত ছিলেন আচার্য সত্যসাধনানন্দ অবধূত (ডি.এস), আচার্য অরূপরতন ব্রহ্মচারী, অবধূতিকা আনন্দ দীপাঞ্জনা আচার্যা, অবধূতিকা আনন্দ তপারতি আচার্যা, আচার্যা অনন্যা ব্রহ্মচারিনী, অবধূতিকা আনন্দ বিভুকনা আচার্যা প্রভৃতি৷ প্রতিদিন প্রভাত ফেরী, মিলিত সাধনা ,কীর্ত্তন ও মিলিত আহারে সেমিনারটি এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ তৈরী করেছিল৷
ট্রাষ্টের অভিনব প্রয়াস ঃ গত ১লা মার্চ ২০২০ মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরে আনন্দমার্গের দ্বি-স্তরীয় সেমিনারে দু’জন আনন্দমার্গীকে কান্দি এ. এ . ওয়েল ফেয়ার পক্ষ থেকে একহাজার টাকার চেক দিয়ে প্রত্যেককে সম্মানিত করা হয়৷ শ্রী বিশ্বরূপ প্রামাণিক মহাশয়কে ২০১৮-২০১৯ বর্ষের আনন্দমার্গের ভাল কাজের জন্য এবং শ্রী উপানন্দ দেবাংশী (কুড়ি-এ) কে আনন্দমমার্গ চর্র্যচর্য অনুসারে ২০১৮ সালে বৈপ্লবিক বিবাহ করার জন্য পুরসৃকত করা হয়৷ অমূল্যরতন আমোদিনী ওয়েল ফেয়ার ট্রাষ্টের পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করেন বিশিষ্ট আনন্দমার্গী শ্রী সাক্ষীগোপাল দেব৷ সেমিনারের পক্ষ থেকে এই অভিনব প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন৷