গত ১৯শে এপ্রিল আনন্দমার্গের সমাজশাস্ত্র চর্র্যচর্য বিধি অনুযায়ী ঝাড়গ্রাম জেলার বসন্তপুর নিবাসী শ্রী শক্তিবিকাশ সাধুর কনিষ্ঠ পুত্র কমল সাধুর সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের হরিসিংপুর নিবাসী শ্রী জগন্নাথ সামন্ত মহাশয়ের একমাত্র কন্যা লাবণ্য সামন্তের বৈপ্লবিক শুভবিবাহ অনুষ্ঠিত হয়৷ এই বিবাহানুষ্ঠানে পাত্রপক্ষে পৌরোহিত্য করেন আচার্য নিত্যতীর্র্থনন্দ অবধূত ও পাত্রীপক্ষে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ কীর্তিলেখা আচার্যা৷ বিবাহানুষ্ঠানে উপস্থিত ছিলেন --- আচার্য নারায়ণানন্দ অবধূত,আচার্য ঋতবুদ্ধানন্দ অবধূত, আচার্য মুক্তানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ কর্মব্রতা আচার্যা ও অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা৷ এছাড়া বিবাহানুষ্ঠানে উপস্থিত স্থানীয় আনন্দমার্গী, আমন্ত্রিত অতিথি অভ্যাগত, আত্মীয় পরিজন সকলেই নবদম্পত্তিকে শুভেচ্ছা জ্ঞাপন করে তাদের শুভ বৈবাহিক জীবন কামনা করেন ও পণমুক্ত এই বিবাহ পদ্ধতির ভূয়সী প্রশংসা করেন৷ অনুষ্ঠানশেষে শ্রী জগন্নাথ সামন্ত সকলকে স্বাত্ত্বিকী প্রীতি ভোজে আপ্যায়িত করেন৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়