সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
কোচবিহার : গত ১৯শে জানুয়ারী শীতলকুচি ব্লকের মধ্যমধুসূদন গ্রামে আনন্দমার্গীয় বিধিতে একটি বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠান হয়৷ পণপ্রথা ও জাতিভেদ প্রথা সহ সর্বপ্রকার কুসংস্কারমুক্ত এই বিবাহ অনুষ্ঠানে পাত্র ও পাত্রী যথাক্রমে শ্রী সৌরভ ভট্টাচার্য ও পূর্ণিমা বর্মন৷ পাত্রের পিতা দিনহাটা নিবাসী পীতাম্বর ভট্টাচার্য ও পাত্রীর পিতা মধ্যমমধুসূদন গ্রামের সুবোধ বর্মণ৷ এই বৈপ্লবিক বিবাহে পৌরোহিত্য করেন পাত্রপক্ষে আচার্য কৃষ্ণধ্যানানন্দ অবধূত ও পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দকৃষ্ণপ্রভা আচার্যা৷
বিবাহ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত, ‘বাবানাম কেবলম্’ অখণ্ড সংকীর্ত্তন, মিলিত সাধনার পর মূল অনুষ্ঠান উক্ত বৈপ্লবিক বিবাহ হয়৷ আনন্দমার্গীয প্রথায় এই বৈপ্লিিবক বিবাহের গুরুত্ব ও বর্তমান সমাজে এর প্রয়োজনীয়তা বিষয়ে বক্তব্য রাখা হয়৷ শেষে সকলে সাত্ত্বিকী প্রীতিভোজে মিলিত হয়৷