সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আনন্দনগর (পুরুলিয়া)ঃ গত ১০ই মার্চ চিতমু গ্রামে আনন্দমার্গীয় বিধিতে এক বিবাহানুষ্ঠান হয়৷ এই বিবাহে পাত্রী ছিলেন এই গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী বিশ্বনাথ গড়াঞয়ের একমাত্র কন্যা মমতা গড়াঞ, আর পাত্র ছিলেন রঘুনাথ গড়াঞয়ের পুত্র সমর চন্দ্র গড়াঞ৷ এই বিবাহানুষ্ঠানে পৌরোহিত্য করেন পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দব্রতীশা আচার্যা৷
আচার্য প্রসূনানন্দ অবধূত আনন্দমার্গের বিভিন্ন সামজিক অনুষ্ঠানের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন, আনন্দমার্গের এই সমস্ত অনুষ্ঠানে কোনোরকম অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া হয় না৷ আনন্দমার্গের বিবাহানুষ্ঠানে পণপ্রথা, জাতিভেদ প্রথা প্রভৃতি মানা হয় না৷ এমনকি অনুষ্ঠানে ফুল ব্যতীত অন্যকিছু উপহারও দেওয়া নিষিদ্ধ৷