সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
১লা জুন, তারকেশ্বর ঃ হুগলী জেলার তারকেশ্বরে আনন্দমার্গ জাগৃতি ভবনে আনন্দমার্গীয় পদ্ধতিতে বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হয়৷ পাত্র ঃ শ্রী কৃষ্ণেন্দু দাস, পিতা শ্রী গোপাল দাস, কামারকুণ্ডু৷
পাত্রী ঃ শ্রীমতী রিয়া মণ্ডল, পিতা-দেবেন্দ্র নাথ মণ্ডল, পদ্মপুকুর তারকেশ্বর৷
এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন পাত্রপক্ষে ---আচার্য গুরুদত্তানন্দ অবধূত ও পাত্রীপক্ষে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা৷ অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন আচার্য অর্পণানন্দ অবধূত৷ এই অনুষ্ঠানে আনন্দমার্গের বৈপ্লবিক বিবাহ সম্বন্ধে জ্ঞানগর্ভ আলোচনা করেন আচার্য শান্তশিবানন্দ অবধূত৷ এই অনুষ্ঠানে ৬৫০ জনের অধিক অতিথি অভ্যাগত অংশগ্রহণ করেন৷ আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে ২৭ জন অবধূত ও অবধূতিকাও উপস্থিত থেকে বরবধূকে আশীর্বাদ করেন৷