আনন্দনগরের শিশুসদনের ছাত্ররা গত ২২শে অক্টোবর থেকে ২৫শে অক্টোবরপর্যন্ত শারদ উৎসব উপলক্ষ্যে নানা সাংসৃকতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল৷ ২৫শে অক্টোবর বিভিন্ন প্রতিযোগিতায় সফল ছেলেদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷
২৪শে অক্টোবর কলাদিবসে কামুখাপ গ্রামে ১২ঘন্টা বাবা নাম কেবলম্ অখণ্ড কীর্ত্তন, স্বাস্থ্যশিবির, বস্ত্র বিতরণ ক্রীড়াপ্রতিযোগিতা ও সাংসৃকতিক অনুষ্ঠানে লোকসঙ্গীত ছৌনাচের আয়োজন করেছিল আনন্দমার্গ প্রচারক সংঘের স্থানীয় শাখা৷
২২ অক্টোবর চিতমু আপার পাড়া ইয়ুনিটের পক্ষ থেকে শিশুদিবস পালন করা হয় প্রভাত সঙ্গীত, কীর্ত্তন, মিলিত সাধনা ও সাংসৃকতিক অনুষ্ঠানের মাধ্যমে৷
উমা নিবাসের আনন্দমার্গের মহিলা শাখার পক্ষ থেকে শিশুদিবস উপলক্ষ্যে ছোট ছোট ছেলেমেয়েদের হাতে নূতন বস্ত্র তুলে দেওয়া হয় পোগরা ও বারুডি গ্রামে৷
গত ২০শে অক্টোবর প্রাউট প্রস্তাবিত মডেল ভিলেজ ডামরুঘুটু গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের হাতে নূতন বস্ত্র তুলে দেওয়া হয়৷
গত ১৬ অক্টোবর উমানিবাস মহিলা শাখা পরিচালিত আনন্দমার্গ উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকে খটোঙ্গা, সুলুংলাহার প্রভৃতি গ্রামে বস্ত্র বিতরণ করা হয়৷