আনন্দনগর সংবাদ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

অখণ্ড কীর্ত্তন

নিজস্ব সংবাদদাতা ঃ গত ৭ ও ৮ই ডিসেম্বর  এ. আর.এম কার্যালয় প্রাঙ্গণে ২৪ ঘণ্টা ব্যাপী ‘বাবা নাম কেবলম্’ মহানাম মন্ত্র সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ আনন্দনগর সংলগ্ণ গ্রামগুলি থেকে ১৪টি হরিপরিমণ্ডল গোষ্ঠী এই কীর্ত্তনানুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ কয়েকশ’ মার্গী ভাই-বোনও কীর্ত্তনে যোগদান করেন৷ ‘বাবানাম কেবলম্’ মহামন্ত্রে মুখরিত ২৪ ঘণ্টা ব্যাপী উপস্থিত সকলে এক স্বর্গীয় পরিবেশের মধ্যে অতিবাহিত করেন৷

কীর্ত্তন ও ঈশ্বর প্রণিধানের পর স্বাধ্যায় করেন আচার্য মুক্তানন্দ অবধূত৷ কীর্ত্তন মহিমা সম্পর্কে সুন্দর বক্তব্য রাখেন আচার্য মোহনানন্দ অবধূত৷ উপস্থিত সবাইকে নারায়ণ সেবায় আপ্যায়িত করা হয়৷

 

রেণেশাঁ ইয়ূনিবার্সাল আয়োজিত সভা

নিজস্ব সংবাদদাতা ঃ আনন্দনগরের সন্নিকটকোটশিলায় গুরুকুল টিচার্স ট্রেনিং ইনিষ্টিটিউটের কনফারেন্স হলে গত ২২শে ডিসেম্বর আর.ইয়ূ আয়োজিত একটি সভা অনুষ্ঠিত হ’ল৷ এই সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন আনন্দনগর রেক্টর মাষ্টার আচার্য নারায়নানন্দ অবধূত৷ বিষয় ছিল ‘রাঢ় সভ্যতা’৷ এছাড়া মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের যুগান্তকারী প্রাউটের ‘অর্থনৈতিক গণতন্ত্র’ বিষয়ে বক্তব্য রাখেন ডঃ বিশ্বজিৎ ভৌমিক---ডেপুটি ডিরেক্টর, ইন্দিরাগান্ধী ন্যাশনাল ওপেন ইয়ূনিবার্সিটি৷ ‘আনন্দমার্গ দর্শন’-এর ওপর বক্তব্য রাখেন উক্ত সভার সভাপতি আচার্য মন্ত্রেশ্বরানন্দ অবধূত---কেন্দ্রীয় প্রকাশন সচিব, আনন্দমার্গ প্রচারক সংঘ৷ এই সভায় বিশ্ববন্দিত মহান দার্শনিক ও কালজয়ী সঙ্গীতগুরু শ্রী প্রভাতরঞ্জন সরকার রচিত ও সুরারোপিত প্রভাতসঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করেন গুরুকুল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রাবৃন্দ৷ সমগ্র অনুষ্ঠানটি  পরিচালনা করেন গুরুকুল ইনষ্টিটিউশনের ডিরেক্টর শ্রী সুরেন্দ্র নাথ মাহাত৷

 

আনন্দনগরে তত্ত্বসভা

নিজস্ব সংবাদদাতা ঃ গত ১৮ই ডিসেম্বর আনন্দমার্গ উইমেন ওয়েলফেয়ার ডিপার্টমেণ্ট থেকে আনন্দনগর পাশ্ববর্তী গ্রামে আনন্দমার্গের আধ্যাত্মিক সাধনার ওপর একটি তত্ত্বসভার আয়োজন করা হয়৷ গ্রামের বহু মহিলা এই তত্ত্বসভায় উপস্থিত থেকে সভাকে সাফল্যমণ্ডিত করে তোলেন৷ সভায় উক্ত বিষয়ে বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে দশজন মহিলা আধ্যাত্মিক সাধনা শেখেন৷