আনন্দনগর সংবাদ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৫ই এপ্রিল  ডামরুঘুটু গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী  রাধু  সোরেন ছিলেন সাঁওতাল  সম্প্রদায়ের  একজন নেতৃস্থানীয় ব্যষ্টি৷ তিনি ছিলেন সমস্ত প্রকার ডগ্মা বিরোধী ও যুক্তিবাদী৷  ১৯৯৪ সালের  ৫ই এপ্রিল  কম্যুনিষ্ট  গুণ্ডারা তাকে  হত্যা করেছিল৷ তাই এই ৫ই এপ্রিল তাঁর স্মরণে দিনটি পালন করা হয়৷

এই উপলক্ষ্যে  ৩ঘন্টা অখণ্ড কীর্ত্তন  (বাবা নাম কেবলম্  মহামন্ত্রের )  ও মিলিত সাধনার  পর তাঁর স্মৃতিচারণ করা হয় ও নারায়ণ সেবার আয়োজন করা হয়৷

আনন্দমার্গ হাইস্কুলের বার্ষিক সাংস্কৃতিক  অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা ঃ গত ৫ই এপ্রিল  আনন্দনগরের হাইস্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত  হল রোটাণ্ডা অডিটোরিয়ামে৷ এই সঙ্গে  পুরস্কার  বিতরণী অনুষ্ঠানও হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দনগর নিজ পুরসভার  চেয়্যারম্যান  আচার্য মুক্তানন্দ  অবধূত৷

আনন্দনগরে নববর্ষ পালন

নিজস্ব সংবাদদাতা ঃ আনন্দনগরের  হাসপাতাল     প্রাঙ্গণে গত ১লা বৈশাখ বাংলা বর্ষবরণ  উৎসব পালিত হয়৷ এই উপলক্ষ্যে  প্রভাতসঙ্গীতানুষ্ঠান্ ৩ঘন্টাব্যাপী  অখণ্ড কীর্ত্তন  ও মিলিত সাধনানুষ্ঠান হয়৷ এরপর এইদিনের  গুরুত্ব  ও তাৎপর্য সম্পর্কে  বক্তব্য  রাখেন  আচার্য  কল্যাণেশ্বরানন্দ অবধূত ও আচার্য মুক্তানন্দ অবধূত ৷ সর্বশেষে  মিলিত  আহারের মাধ্যমে  অনুষ্ঠানের  সমাপ্তি  ঘোষিত হয়৷

 ভি.এস.এস-এর  উদ্যোগে  জলসত্র 

১৭ই এপ্রিল রোপা গ্রামে ভলান্টিয়ার্স সোশ্যাল সার্বিস V S S )-এর পক্ষ থেকে জলসত্রের  আয়োজন করা হয়৷

একদুয়ারে কীর্ত্তন ও তত্ত্বসভা

গত ২৮শে এপ্রিল আনন্দনগর  এলাকার  একদুয়ার  গ্রামে (সাঁওতাল অধ্যুষিত) তিন ঘন্টাব্যাপী ‘বাবা নাম কেবলম্,’  অখণ্ড নাম  সংকীর্ত্তন, তত্ত্বসভার  আয়োজন করা হয়৷  অবধূতিকা  আনন্দব্রতীশা আচার্যা, দশরথ টুডু, দুর্গা প্রসাদ  সরেণ প্রমুখ আনন্দমার্গের  আধ্যাত্মিক ও সেবামূলক আদর্শ ও কর্মকাণ্ডের ওপর বক্তব্য রাখেন৷