আনন্দনগরে অজগর

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৩ই নভেম্বর আনন্দনগর পরিদর্শনে আসেন ইতালি থেকে একদল মার্গী ভাই-বোন৷ তাঁরা আনন্দনগরের বিভিন্ন ইয়ূনিট পরিদর্শন করেন৷ আনন্দনগরে অবস্থিত পরিবেশ সংবর্ধন কাননে (পসকা) ভ্রমণ করার সময় তাঁরা ঘন জঙ্গলের মধ্যে একটি বিশাল অজগর সাপের দেখা পান৷ আনন্দনগরের রেক্টর মাষ্টার আচার্য নারায়ণানন্দ অবধূত জানান বছর দশ-বারো আগে পসকায় প্রায় পাঁচ/ছয় ফুট দীর্ঘ একটি অজগর দেখা গিয়েছিল৷ সম্ভবত সেই সাপটিই এখন এত বড় হয়েছে৷