সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২১শে জুলাই আনন্দমার্গ প্রচারক সংঘ আনন্দনগর হাসপাতাল প্রাঙ্গণে একটি চিকিৎসা শিবিরের আয়োজন করেছিলেন৷ আপার বাগলতা, লোয়ার বাগলতা ও ভাগুডি গ্রাম থেকে প্রায় ১৩৯ জনের স্বাস্থ্যপরীক্ষা করা হয় ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়৷
গত ১৪ই জুলাই আনন্দনগর সংলগ্ণ শালগ্রামে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়৷ এখানে ১৬৬ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়৷ প্রয়োজনীয় ঔষধ, ভিটামিন, সিরাপ, মাক্স ইত্যাদি দেওয়া হয়৷ এই চিকিৎসা শিবিরের আয়োজন করেন আনন্দমার্গ প্রচারক সংঘের মেডিক্যাল সেক্রেটারী আচার্য ঋতবুদ্ধানন্দ অবধূত৷
২রা ও ৩রা জুলাই কুর্মিডি ও পার্শ্ববর্তী গ্রামের একটি চিকিৎসা শিবির থেকে ২৪৩ জন গ্রামবাসীকে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়৷ ৭ই জুলাই দাঁড়িকুড়ি গ্রামে ২৫৬ জন গ্রামবাসীর চিকিৎসা করা হয় ও প্রয়োজনীয় ঔষধও দেওয়া হয়৷