আনন্দনগরে কীর্ত্তন দিবস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ই অক্টোবর কীর্ত্তন দিবস৷ ১৯৭০ সালের ৮ই অক্টোবর আনন্দমার্গের প্রতিষ্ঠাতা পরম শ্রদ্ধেয় শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী রাঁচির নিকটস্থ আমঝরিয়া অরণ্যের ফরেস্ট বাংলোয় সিদ্ধ মন্ত্র ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তন প্রবর্তন করেন৷ প্রতিবছর এই দিনটি মার্গের সকল ইয়ূনিটে কীর্ত্তন দিবস পালন করে৷ আনন্দনগরের গ্রামগুলিতেও নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়৷

এই উপলক্ষ্যে আনন্দনগরে বাবার স্মৃতিসৌধে ৭ই অক্টোবর সকাল ৭-৩০ মিনিট থেকে ৮ই অক্টোবর সকাল ৭-৩০ মিনিট পর্যন্ত  অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে আচার্য নারায়ণানন্দ অবধূত,আচার্য মুক্তানন্দ অবধূত প্রমুখ ওইদিনের ঐতিহাসিক তাৎপর্য ও মানস আধ্যাত্মিক বিকাশে কীর্ত্তনের গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর বক্তব্য রাখেন৷

এবছর কীর্ত্তন দিবসের পঞ্চাশ বছর পূর্ত্তি হয়৷ এই উপলক্ষ্যে আনন্দনগরে বাবার স্মৃতিসৌধে ৮ই অক্টোবর সকাল ৯টা থেকে ১০ই অক্টোবর  বেলা ১১টা পর্যন্ত ৫০ ঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ আনন্দনগরের বিভিন্ন গ্রাম থেকে মার্গীভাই বোন ও ভক্তমণ্ডলী কীর্ত্তন পরিক্রমা করে স্মৃতি সৌধের অখণ্ড কীর্ত্তনে অংশগ্রহণ করে৷