আনন্দনগরে সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৮,২৯ ৩০শে জুন মধ্যআনন্দনগরে পাওয়ার হাউসে ত্রিদিবসব্যাপী আনন্দমার্গের প্রথম স্তরীয় সেমিনার অনুষ্ঠিত হল৷ সেমিনারের ব্যবস্থাপনার মুখ্য দায়িত্বে ছিলেন আচার্য রাজেশ্বরানন্দ  অবধূত ও আচার্য দেবপ্রেমানন্দ অবধূত৷

সেমিনারে আনন্দমার্গের আধ্যাত্মিক দর্শন, সমাজ দর্শন ও নব্যমানবতাবাদ ওপর বিস্তারিত আলোচনা করেন আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত৷ প্রায় ৩০০ জন এই সেমিনারে যোগদান করেন৷ আচার্য কল্যাণেশ্বরানন্দজী বলেন, আধ্যাত্মিক ভিত্তি ছাড়া নৈতিকতায় প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়৷ নব্যমানবতাবাদ সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে  তিনি বলেন, সমস্ত মানুষ, পশুপক্ষী, তরুলতা, জৈব ও অজৈব সত্তা সবাইকে ভালবাসতে হবে৷ এটাই হ’ল শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর নব্যমানবতাবাদ৷ এই নব্যমানবতাবাদই মানবসমাজকে  রক্ষা করতে  পারে৷