আনন্দনগরে সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৯,১০,১১ই জুলাই আনন্দনগর ডায়োসিসের সেমিনার অনুষ্ঠিত হয় আনন্দনগরে৷ সেমিনারে আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত ও আচার্য মোহনানন্দ অবধূত আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক আধ্যাত্মিক বিষয়ের  ওপর আলোচনা করেন৷ আলোচ্য বিষয় ছিল--- সাধনা ও সম্যক জীবনাদর্শ, জীবনের সর্বক্ষেত্রে প্রয়োজন পুনর্জাগরণ, শুদ্র বিপ্লব ও সদ্‌বিপ্র সমাজ, জীবের পরাগতি৷

সেমিনারের শুরুতে ৯ই জুলাই সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তিনঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন পরিবেশিত হয়৷ এরপর ডামরু নিবাসী অনাদি গোপ ও কেশরী গোপের প্রথম পুত্র  সন্তানের নামকরণ অন্নপ্রাসন হয়৷ নামকরণ অনুষ্ঠানে পৌরহিত্য করেন আচার্য মুক্তানন্দ  অবধূত৷ পুত্রের নাম রাখা হয় বিক্রম৷