আনন্দনগরে যোগসাধনা শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগরে বিভিন্ন গ্রামে একদিনের যোগ  সাধনা শিবির অনুষ্ঠিত হচ্ছে৷ এক সমীক্ষায় দেখা গেছে করোনার কোপ পড়লেও অন্যান্য রোগের প্রকোপ অনেকটা কমেছে৷ এর কারণ মানুষ অনেকটা স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে চলছে৷

মহাবিশ্বের গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ সব নিয়মে বাঁধা, নিয়মের  ব্যতিক্রম হলেই সর্বনাশ৷ মানুষও এই নিয়মের ব্যতিক্রম নয়৷ আজ  নানরোগের প্রাদুর্ভাবের কারণই হচ্ছে মানুষের নিয়ম-শৃঙ্খলাহীন ভোগ সর্বস্ব জীবন৷ সুস্থ শরীর মনের জন্যে মানুষের জীবনে প্রয়োজন নিয়মের বন্ধন৷ নিয়মিত যোগ অভ্যাস, আসন-প্রাণায়াম ও খাদ্যা-খাদ্যের বিধি নিষেধ মেনে চললে সমাজ ব্যাধি মুক্ত  হবে মানুষের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক বিকাশ ত্বরান্বিত হবে৷ আনন্দমার্গ প্রচারক সংঘের আনন্দনগর শাখা আনন্দনগর সংলগ্ণ গ্রামে গ্রামে মানুষকে বিশেষ করে ছাত্রযুব সমাজকে  যোগাভ্যাসে অনুপ্রাণিত করতে নিয়মিত যোগসাধনা  শিবিরের আয়োজন করছে৷

৪ঠা অক্টোবর জেলাডি গ্রামে, ১০ই অক্টোবর কুসুম টিকরি ১১ই অক্টোবর, জিওদারু গ্রামে, ১৫ই অক্টোবর শ্যামপুর ১৯শে অক্টোবর কারচি গ্রামে সাধনা শিবির অনুষ্ঠিত হয়৷ এই শিবিরগুলিতে বহুমানুষ অনুপ্রাণিত হয়ে যোগ সাধনা অনুশীলন পদ্ধতি শিক্ষা নেয়৷ এই শিবির গুলিতে প্রশিক্ষক ছিলেন আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত অবধূতিকা আনন্দসূমিতা আচার্যা, অবধূতিকা আনন্দ অনুসূয়া আচার্যা  ও অবধূতিকা অতিশা আচার্যা৷