আন্তর্জাতিক নারী দিবসে গার্লস্ প্রাউটিষ্টের মিছিল ও স্মারকপত্র পেশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কলকাতা ঃ গত ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে কলকাতায় গার্লস্ প্রাউটিষ্টের পক্ষ থেকে নারীদের ন্যায্য অধিকার সম্বলিত বিভিন্ন পোষ্টার ও ব্যালট সহ একটি মিছিল বের হয়৷ এই মিছিলটি গার্লস্ প্রাউটিষ্টের অফিস থেকে বেরিয়ে সায়েন্স সিটি, চার নম্বর গেট, সি আই টি রোড, মৌলালী হয়ে ধর্মতলায় রাণী রাসমণি রোড পৌঁছায়৷ মাঝে বিভিন্ন স্থানে ও রাণী রাসমণি রোডেও পথসভা অনুষ্ঠিত হয়৷ এই পথসভাগুলিতে বক্তব্য রাখেন শ্রীমতী সাগরিকা পাল, শ্রীমতী শ্রাবণী বসাক, শ্রীমতী শম্পা দাস, শ্রীমতী ছন্দা সরকার, অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা, অবধূতিকা আনন্দ পূর্ণপ্রাণা আচার্যা, অবধূতিকা আনন্দগুণময়া আচার্যা প্রমুখ৷  তাঁদের বক্তব্যে যে দাবীগুলি তুলে ধরেন তাদের মধ্যে অন্যতম হ’ল---l   সর্বক্ষেত্রে নারী নির্র্যতনকারীর বিরুদ্ধে অতি দ্রুত  কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে৷l প্রতিটি নারীর অর্থনৈতিক নিরাপত্তা চাই৷l প্রাথমিক শিক্ষায় শিক্ষকতার কাজ শুধুমাত্র মহিলা শিক্ষকদের হাতে তুলে দিতে হবে৷l চলচ্চিত্রে,নাটকে,বিজ্ঞাপনে অনাবৃত নারীদেহ প্রদর্শনকারীকে কঠোর শাস্তি দিতে হবে৷ l সাংসৃকতিক অবক্ষয় রুখতে বিকৃত ক্যাবারে-পপ-ডিস্কো নৃত্য, চিত্তচাঞ্চল্যকর সমস্ত রকম সঙ্গীত ও অশ্লীল পত্রিকা নিষিদ্ধ করতে হবে৷ l শিক্ষার সর্র্বেচ্চ স্তর পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক, বাধ্যতামূলক ও অধ্যাত্মভিত্তিক করতে হবে৷ l       ছেলে-মেয়েদের সকলের ক্ষেত্রেই শিক্ষার সর্বস্তরে নৈতিক শিক্ষা ও আধ্যাত্মিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে৷l ব্লকে ব্লকে অক্ষম নারী নিবাস ও প্রসূতি পরিচর্র্যকেন্দ্র খুলতে হবে৷l নারীদের আত্মরক্ষার্থে জুডো-ক্যারাটে প্রশিক্ষণ শিবির সরকারী উদ্যোগে খুলতে হবে৷l নারীদের শারীরিক ও মানসিক উন্নতির জন্য কৌশিকী নৃত্যের ব্যাপক প্রচলন করতে হবে৷l সামাজিক, অর্থনৈতিক ও ধর্মমতের কুসংস্কার রুখতে তথা সার্বিক শোষণমুক্ত নারী সমাজ গড়তে ‘প্রাউটে’র প্রতিষ্ঠা চাই৷

এই সমস্ত দাবীগুলির কথা উল্লেখ করে গার্লস্ প্রাউটিষ্টের পক্ষ থেকে মাননীয় রাজ্যপালের কাছে এক স্মারকলিপিও দেওয়া হয়৷ স্মারকলিপি পেশ কালে উপস্থিত ছিলেন শ্রীমতী ছন্দা সরকার, শ্রীমতী অনিতা চন্দ প্রমুখ৷