আর এক পৃথিবীর সন্ধান

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

বৈজ্ঞানিকরা মহাকাশে আর একটি গ্রহ আবিষ্কার করেছেন৷ যে গ্রহটিতে আমাদের পৃথিবীর মত বায়ুমণ্ডল রয়েছে, জলেরও অস্তিত্ব রয়েছে ও সেখানকার তাপমাত্রাও প্রাণের বিকাশের অনুকূল বলে বৈজ্ঞানিকরা মন্তব্য করেছেন৷ নেচার এ্যাস্ট্রোনমি জার্নালে বৈজ্ঞানিকদের এই গবেষণাপত্রটি প্রকাশ পেয়েছে৷

আমাদের সৌরমণ্ডল থেকে ১১০ আলোকবর্ষ দূরে অবস্থিত আর একটি নক্ষত্রের চারিদিকে প্রদক্ষিণরত এই গ্রহটির ভর আমাদের পৃথিবীর থেকে ৮ গুণ বেশী৷ হাবল স্পেস টেলিস্কোপের দ্বারা সংগৃহীত তথ্যাবলী বিশ্লেষণ করে বৈজ্ঞানিকেরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন৷