আর্জেন্টিনায় চিকিৎসক সম্মেলনে অবধূতিকা আনন্দমণিদীপা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

সম্প্রতি আর্জেন্টিনা থেকে আনন্দমার্গের মহিলাবিভাগের প্রতিনিধি অবধূতিকা আনন্দমণিদীপা আচার্যা জানান, আর্জেন্টিনার রাজধানী বুয়েনস্ এয়ারর্সে তাঁর অনলস প্রচেষ্টায় ও স্থানীয় আনন্দমার্গীদের আর্থিক সাহায্য ও সহযোগিতায় আনন্দমার্গের নিজস্ব ভবন ক্রয় করা হয়েছে৷ এখানে এখানকার আনন্দমার্গীরা প্রতি সপ্তাহে ধর্মচক্র করেন৷

সম্প্রতি এখানকার এক প্রখ্যাত চিকিৎসক ডাঃ রাবেনা তাঁর নিজস্ব হাসপাতালে এক চিকিৎসক সম্মেলনের আয়োজন করেন৷ এই চিকিৎসক সম্মেলনে ক্যানসার রোগ প্রতিরোধে যোগের ভূমিকা সম্পর্কে বক্তব্য রাখার জন্যে অবধূতিকা আনন্দমণিদীপা আচার্যাকে আমন্ত্রণ জানান হয়েছিল৷ অবধূতিকা আনন্দ মণিদীপা দিদি সেখানে কীভাবে যোগাভ্যাস ও আনুসঙ্গিক ব্যবস্থার মাধ্যমে শরীরকে এ্যালকালাইজ (alkalize) করে ক্যানসার নিরাময় করা যায় তার ওপর সুচিন্তিত বক্তব্য রাখেন৷

তাঁর বক্তব্য শুণে ডঃ রাবেনা ও অন্যান্য চিকিৎসকগণ মুগ্ধ হয়ে যান৷ ডা ঃ রাবেনা অবধূতিকা আনন্দ মণিদীপা দিদিকে তাঁর এই মূল্যবান বক্তব্যের জন্যে ধন্যবাদ জানিয়ে এ ব্যাপারে আরও বিস্তারিত ভাবে জানবার আগ্রহ প্রকাশ করে’ পুনরায় তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন৷