January 2020

স্মরণসভা

গত ১৩ই জানুয়ারী সোমবার বিকাল ৩ টায় তিলজলাস্থিত আনন্দমার্গ আশ্রমে একটি  শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ গত ২১শে ডিসেম্বর রাত্রি ১২টা ৫৮ মিনিটে টাটানগরে একটি নার্সিহোমে আনন্দমার্গের আইনবিভাগের কেন্দ্রীয় সচিব আচার্য পরাবিদ্যানন্দ অবধূত প্রয়াত হয়ে পরমপুরুষের স্নেয়ময় ক্রোড়ে আশ্রয় গ্রহণ করেন৷  মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৫ বছর৷ ১৯৮৯ সালে তিনি আনন্দমার্গ সংঘটনে সন্ন্যাস গ্রহণ করেন ও দীর্ঘদায়িত্বের সঙ্গে ভারতবর্ষ তথা বহিঃভারতের বিভিন্ন দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন৷

আনন্দমার্গীয় বিধিতে নামকরণ ও অন্নপ্রাশণ

বহু আত্মীয়স্বজন বন্ধুবান্ধব এর উপস্থিতিতে সোদপুর নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী শ্রী চণ্ডীচরণ মুড়া ও শ্রীমতি নবনীতা মুড়ার কন্যার  নামকরণ ও  অন্নপ্রাশন  আনন্দমার্গের সমাজ শাস্ত্র অনুসারে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন অবধূতিকা ঋতব্রতা আচার্যা৷  শিশুকন্যা নামকরণ করা হয় ‘কথাকল্পা’৷ অনুষ্ঠানে উপস্থিত সকলকে নিরামিষ ভোজনে আপ্যায়িত করা হয়৷

নিউব্যারাকপুরে ছয়ঘন্টাব্যাপী অখণ্ড কীর্ত্তন

গত ১২ই জানুয়ারী নিউব্যারাকপুরে বিশিষ্টমার্গী শ্রী মোহন অধিকারীর বাড়িতে ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৬ঘন্টা ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র বাবা নাম কেবলম্’ অখণ্ড সংকীর্তন অনুষ্ঠিত হল৷ কীর্তন পরিচালনা করেন অবধূতিকা আনন্দ নীতিসুধা আচার্যা, অবধূতিকা আনন্দ অভিষা আচার্যা, হরলাল হাজারী, আচার্য শিবপ্রেমানন্দ অবধূত, শ্রীমতি মিতা দাস প্রমুখ৷ কীর্তনের মধুর ধবনিতে পার্শ্ববর্তী অঞ্চল থেকে বহু ভক্ত মার্গী ছুটে আসেন কীর্ত্তন অঙ্গনে৷

স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন

মশাট, হুগলী  ঃ গত ১২ই জানুয়ারী হুগলী জেলার মশাটে ‘আমরা বাঙালী’ সংঘটনের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করা হয়৷ স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রবীণ প্রাউটিষ্ট তথা ‘আমরা বাঙালী’ নেতা শ্রীযুক্ত প্রভাত খাঁ মহাশয়৷ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন৷ স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা করেন শ্রীযুক্ত প্রভাত খাঁ মহাশয় ও ‘আমরা বাঙালী’ সংঘটনের হুগলী জেলা সচিব শ্রীজ্যোতিবিকাশ সিন্হা৷ সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনা ও পরিচালনা করেন যুব নেতা শ্রী কৌশিক সাঁতরা ও শ্রী সন্দীপ পোড়েল৷

এন আর সি-র প্রতিবাদে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ

গত ১৪ই জানুয়ারী দক্ষিণ কলকাতার বিভিন্ন অঞ্চলে ‘আমরা বাঙালী’ কর্মী সমর্থকরা নাগরিক সংশোধনী আইন ও এন.আর.সি-র প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন৷ হাজরা পার্ক, কালিঘাট সহ বেশ কয়েকটি জায়গায় সভাও করেন৷ সভায় বক্তারা বলেন বাঙালীর রক্তে দেশ স্বাধীন হয়েছে৷ সেই বাঙালীর একজনকেও বিদেশী চিহ্ণিত করলে ফল খারাপ হবে৷ দেশে যে পরিস্থিতি সৃষ্টি হবে তার জন্যে দায়ী থাকবে কেন্দ্রীয় সরকার৷ সভায় বক্তব্য রাখেন আমরা বাঙালী-র কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাশ, বাঙালী মহিলা সমাজের নেত্রী অনন্যা সেনগুপ্ত, ছাত্র যুব সমাজের আহ্বায়ক তপোময় বিশ্বাস, কলকাতার জেলা সচিব গোপাল রায় চউধুরী, অরূপ মজুমদার, বাপী পাল প্রমুখ৷

বারাসতে বিবেকানন্দের ১৫৭-তম জন্মদিবস পালিত

গত ১২ই জানুয়ারী স্বামী বিবেকানন্দের ১৫৭-তম জন্মদিবস উপলক্ষ্যে বাঙালী ছাত্র যুব সমাজের পক্ষ থেকে বারাসত ষ্টেশনের সামনে একটি সভার আয়োজন করা হয়৷ বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানিয়ে সভার কাজ শুরু হয়৷

সভায় উপস্থিত ছিলেন ছাত্র যুব সমাজের আহ্বায়ক তপোময় বিশ্বাস, বাপী পাল, মমতা ঘোষাল, মৌমিতা পাল প্রমুখ৷

এন.আর.সি.-র বিরুদ্ধে আমরা বাঙালীর বিক্ষোভ

১২ই জানুয়ারী হাওড়ার আন্দুলে আমরা বাঙালী এন আর সি-র বিরুদ্ধে বিক্ষোভ সভা করে৷ এই সভায় বিভিন্ন বক্তা এনআরসি, এনপিআর যাতে বাঙলায় না করা যায় তার জন্যে সবরকম প্রতিবাদ আন্দোলনে সামিল হতে বাঙালী জনগোষ্ঠীকে আহ্বান জানায়৷ সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমরা বাঙালী কেন্দ্রীয়কমিটির সদস্য জয়ন্ত দাশ, গোপাল রায়চউধুরী, অরূপ মজুমদার, মুরারী কাঁড়ার প্রমুখ৷

প্রতিবাদের এই পরানুকরণ ভঙ্গিমা বঙ্গ সংস্কৃতির অঙ্গ নয়

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

প্রাউট প্রবক্তা শ্রদ্ধেয় দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকার তাঁর যুগান্তকারী প্রাউট তত্ত্বে শোষণের কয়েকটি পর্যায় ব্যাখ্যা করতে গিয়ে ফ্যাসিষ্ট শোষণ সম্পর্কে বলেছেন---‘ফ্যাসিষ্টদের ক্রুরদৃষ্টি যে জনগোষ্ঠীর ওপর নিবদ্ধ হবে সেই জনগোষ্ঠীকে তারা প্রথমেই চেষ্টা করবে তাদের নিজস্ব সামাজিক-সাংস্কৃতিক পরিবেশ থেকে উৎখাত করতে৷ স্বাধীনতার আগে থেকেই দেশীয় ফ্যাসিষ্ট শোষকদের ক্রুরদৃষ্টির শিকার বাঙালী জনগোষ্ঠী৷ তাই আজ বাঙলার সামাজিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক সর্বক্ষেত্রেই অবক্ষয়৷