ভুল বানান প্রসঙ্গে
১৩ই মার্চ : পূর্বের এক নির্দেশিকায় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল বানান ভুলে নম্বর কাটা যাবে না৷ কিন্তু গত ১১ই জানুয়ারী মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান---বানান ভুলের জন্য নম্বার কাটা যাবে না এমন নির্দেশ দেওয়া হয়নি৷ আমাদের নির্দেশিকায় বলা হয়েছে বানান হেরফের হলে নম্বর কাটা চলবে না৷ তিনি উদাহরণ দিয়ে বলেন দিল্লী বানান কেউ দিল্লি লেখে কেউ দিল্লী লেখে৷ এই ক্ষেত্রে নম্বর কাটতে বারণ করা হয়েছে৷ বানান ভুল করলে নম্বর না-কাটার কথা বলা হয়নি৷ অনেক সময়ই একই শব্দের দুরকম বানান লেখা হয়৷ বিধিভেদে দুরকম বানানই ঠিক---এই ক্ষেত্রেই নম্বর কাটতে বারণ করা হয়েছে৷