March 2020

আগরতলায় ছাত্র যুবসমাজের ডেপুটেশন

গত ৮ই মার্চ রাজ্য পুলিশের  মহানির্দেশককে স্মারকলিপি দিয়ে বাঙালী ছাত্র যুব সমাজের পক্ষ থেকে জানানো হয়--- বিভিন্ন রাজনৈতিক দলগুলি মাধ্যমিক,  উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়  যেভাবে উচ্চস্বরে মাইক বাজিয়ে সভা-সমিতি করে তাতে ছাত্র-ছাত্রাদের  লেখা পড়ায় ব্যাঘাত ঘটে, কিন্তু প্রশাসন নীরব থাকে৷ অনেকক্ষেত্রে প্রশাসনের অনুমতি নিয়েই বিকট স্বরে মাইক বাজিয়ে  সভা চলে, ছাত্র-ছাত্রাদের  অসুবিধার কথাটা ভাবেই না৷

আগরতলায় ছাত্র যুবসমাজের ডেপুটেশন

গত ৮ই মার্চ রাজ্য পুলিশের  মহানির্দেশককে স্মারকলিপি দিয়ে বাঙালী ছাত্র যুব সমাজের পক্ষ থেকে জানানো হয়--- বিভিন্ন রাজনৈতিক দলগুলি মাধ্যমিক,  উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়  যেভাবে উচ্চস্বরে মাইক বাজিয়ে সভা-সমিতি করে তাতে ছাত্র-ছাত্রাদের  লেখা পড়ায় ব্যাঘাত ঘটে, কিন্তু প্রশাসন নীরব থাকে৷ অনেকক্ষেত্রে প্রশাসনের অনুমতি নিয়েই বিকট স্বরে মাইক বাজিয়ে  সভা চলে, ছাত্র-ছাত্রাদের  অসুবিধার কথাটা ভাবেই না৷

বিশ্ব নারী দিবসে গার্লস্ প্রাউটিষ্টের শোভাযাত্রা

গত ৮ই মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে গার্ল প্রাউটিষ্টের পক্ষ থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা তিলজলা থেকে বের হয়ে সায়েন্স সিটি, চার নম্বর ব্রীজ, সি.আই.টি রোড,  মৌলালী হয়ে রামলীলা ময়দানে এসে সমাপ্ত হয়৷ শোভাযাত্রা চলাকালীন বিভিন্ন সংযোগস্থলে দাঁড়িয়ে নারী দিবসের তাৎপর্য, নারীর সুরক্ষা, অধিকার ও দায়িত্ব-কর্তব্য বিষয়ে বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা, অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা, অবধূতিকা আনন্দ সর্বানী আচার্যা, বর্ণালী রায় প্রমুখ৷

মণিপুরের মুখ্যমন্ত্রীর উক্তি অখণ্ডতার পরিপন্থী

গত ৪ঠা মার্চ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং কাছাড় জেলার সোনাই লাসার গ্রামে বিশ্বমৈত্রী (মণিপুরী) সম্মেলনে এসে মণিপুর ছাড়া অন্যান্য অঞ্চলে বসবাসকারী মণিপুরীদের মণিপুরে ঢুকতে কোনও ইনারলাইন পাস লাগবে না বলে ঘোষণা করেন৷ ‘আমরা বাঙালী’ অসম রাজ্য কমিটি এর তীব্র নিন্দা করে৷ কমিটির রাজ্য সচিব সাধন পুরকায়স্থ বলেন মণিপুরে ঢোকার ইনার লাইন পাস শুধুমাত্র বাঙালীদের জন্যেই করা হয়েছে---মুখ্যমন্ত্রীর কথায় এটাই স্পষ্ট৷ একজন মুখ্যমন্ত্রীর এই ধরণের সাম্প্রদায়িক ও জাতিয়তাবাদের পরিপন্থী উক্তি দেশের অখণ্ডতাকে বিপন্ন করতে পারে৷

‘আমরা বাঙালী’র বিক্ষোভ

বেশ কিছুদিন ধরে মেঘালয়ে শিলং শহরে বাঙালী নির্যাতন আবার শুরু হয়েছে৷ বাঙালীদের মেঘালয় ছাড়ার হুমকীও দেওয়া হয়েছে৷ আমরা বাঙালীর পক্ষ থেকে এর তীব্র নিন্দা করা হয়৷ গত ৬ই মার্চ মেঘালয় ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন আমরা বাঙালীর কর্মী সমর্থকরা৷ ওই দিন  বিকাল তিনটের সময় আমরা বাঙালীর কয়েকশ’ সমর্থক রুবি হাসপাতালের সামনে থেকে মিছিল করে কসবা মেঘালয় ভবনের সামনে গিয়ে জমায়েত হয়৷ সেখানে বিক্ষোভ প্রদর্শন ও পথসভা করা হয়৷ মেঘালয় ভবনে একটি স্মারকলিপিও দেওয়া হয়৷ পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সচিব বকুল রায়, ছাত্র-যুব সমাজের সচিব তপোময় বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ৷ কেন্দ্রীয় সচিব বকুল রায় বলেন---মেঘালয় সরকার বাঙালী

আনন্দমার্গীয় বিধিতে অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠান

গত ৮ই মার্চ উত্তর ২৪ পরগণার নিউব্যারাকপুরে শ্রী জয়ন্ত বিশ্বাসের শিশুকন্যার অন্নপ্রাশন ও নামকরণ উৎসব আনন্দমার্গীয় সমাজশাস্ত্রের বিধি অনুসারে  অনুষ্ঠিত হয়৷ এই অনুষ্ঠানে আনন্দমার্গের বহু সন্ন্যাসী ও সন্ন্যাসিনী, বহু আনন্দমার্গী ও শ্রী বিশ্বাসের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা উপস্থিত ছিলেন৷  অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ অনুষ্ঠানে শিশুকন্যার  নাম রাখা হয় চিরস্মিতা৷ অনুষ্ঠানের পর আনন্দমার্গের আদর্শ ও সমাজ সংস্কারের কর্মধারা নিয়ে বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷

আনন্দমার্গের কেন্দ্রীয়  কার্যালয় বসন্তোৎসব

গত ১০ই মার্চ আনন্দমার্গ প্রচারক সংঘের তিলজলাস্থিত কেন্দ্রীয় ধ্যানমন্দির ভবনে বসন্তোৎসব পালিত হয়৷ এই উপলক্ষ্যে বিকেলে ৩টা থেকে ৬টা পর্যন্ত অখণ্ড বাবা নাম কেবলম্’’ নাম সংকীর্ত্তন  ও এরপর মিলিত সাধনা অনুষ্ঠিত হয়৷ ও ‘বসন্তৎসব’ সম্পর্কে মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর প্রবচন পাঠ করেন আচার্য নিত্যসত্যানন্দ অবধূত৷

এরপর মার্গগুরুর বিডিও  প্রদর্শন করা হয়৷ এর পর উপস্থিত ভক্তবৃন্দ মার্গগুরুর প্রতিকৃতিতে ফুল নিবেদন করেন৷

করোনা বাইরাস সম্পর্কিত সতর্কতার কারণেই এবার আবীরের পরিবর্তে মার্গগুরুর চরণ পূষ্পার্ঘ অর্পণ করা হয়৷  এরপর সবাই মিলিতভাবে  প্রসাদ গ্রহণ করেন৷

আনন্দমার্গের সেমিনার-২০২০

গত ২৮,২৯শে ফেব্রুয়ারী থেকে ১লা মার্চ ২০২০ মুর্শিদাবাদের  লাগবাগ শহরে আনন্দমার্গ সুকলে সেকেন্ড ডায়োসিস সেমিনার হয়ে গেল৷ অর্গানাইজার ছিলেন শ্রী রামপ্রসাদ সাহা (বি.পি)৷ উপস্থিত ছিলেন নদীয়ার ভুক্তিপ্রধান শ্রী  অনিল কুমার বিশ্বাস৷ ট্রেনার ছিলেন আচার্য রবীশানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দসুধাকল্পা আচার্যা৷

মধুমালঞ্চে দোলযাত্রা অনুষ্ঠান

গত ৯ই মার্চ, দক্ষিণ কলকাতার  লেকগার্ডেনস্থ আনন্দমার্গের  আশ্রমে  (মার্গগুরু ভবন --- মধু মালঞ্চ) দোলযাত্রা উৎসব উপলক্ষ্যে বিকেলে ৩টা থেকে ৬টা পর্যন্ত অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হন৷ তৎপরে  মিলিত সাধনার পর সবাই  মার্গগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন৷ এরপর দোলযাত্রার তাৎপর্য উপলক্ষ্যে মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী প্রদত্ত প্রবচন পাঠ করেন আচার্য প্রমথেশানন্দ অবধূত৷ এরপর দোলযাত্রা উৎসবের  ওপর বক্তব্য রাখেন আচার্য---শুভদীপানন্দ অবধূত৷ অনুষ্ঠানটির  ব্যবস্থাপনা ও পরিচালনা করেন আচার্য কল্যাণাত্মানন্দ অবধূত৷ অনুষ্ঠানের পর যথারীতি প্রসাদ বিতরণ করা হয়৷

পরলোকে কাজল দাস

গত ২৮শে ফেব্রুয়ারী করিমগঞ্জের বিশিষ্ট সমাজসেবী ও ‘আমরা বাঙালী’র একনিষ্ঠ কর্মী করিমগঞ্জ দাসপট্টির বাসিন্দা কাজল দাস পরলোক গমন করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর৷ তিনি লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি ছিলেন৷ তাঁর স্ত্রী বাবলি দাস ও এক পুত্র ত্রিদিব দাস বর্তমান আছেন৷