আগরতলায় ছাত্র যুবসমাজের ডেপুটেশন
গত ৮ই মার্চ রাজ্য পুলিশের মহানির্দেশককে স্মারকলিপি দিয়ে বাঙালী ছাত্র যুব সমাজের পক্ষ থেকে জানানো হয়--- বিভিন্ন রাজনৈতিক দলগুলি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় যেভাবে উচ্চস্বরে মাইক বাজিয়ে সভা-সমিতি করে তাতে ছাত্র-ছাত্রাদের লেখা পড়ায় ব্যাঘাত ঘটে, কিন্তু প্রশাসন নীরব থাকে৷ অনেকক্ষেত্রে প্রশাসনের অনুমতি নিয়েই বিকট স্বরে মাইক বাজিয়ে সভা চলে, ছাত্র-ছাত্রাদের অসুবিধার কথাটা ভাবেই না৷