সাহিত্য
বড্ড আদরে বিধাতা তুমি,
গড়লে এই ভূবন৷
স্বর্গতুল্য করতে ধরা
সাহ্যিত্যের হল চয়ন৷৷
হৃদয় মাঝে সাহিত্য
যেন সুধার ধারা৷
সাহিত্যের ছোঁয়ায় হৃদয়,
হয় যে দুঃখহারা৷৷
রবির কিরণ যেমন করে
ঘুচায় সকল কালো৷
হৃদয়-মাঝে সাহিত্যও
তেমনি রবির আলো৷৷
মেঘে যখন হৃদয় ঢাকে,
লাগে দিশাহারা৷
সকল পুলক, সকল সুখ
হয়ে যায় সারা৷৷
সাহিত্যের হাওয়া তখন
লাগল যদি মনে৷
সকল মেঘ পড়বে ঝরে
কাটবে আঁধার ক্ষণে৷৷
- Read more about সাহিত্য
- Log in to post comments