আশার আলো

লেখক
নিখিল রঞ্জন মান্না

নিরাশার মাঝে আশার প্রদীপ

জ্বালিয়াছ তুমি, মূর্ত্ত পরমানন্দ!

মহামন্ত্রের বীণা ঝঙ্কারে,

ঘুচালে মনের সকল দ্বন্দ্ব৷

ধোঁয়ায় জাতির কলুষ-কালিমা,

ফিরায়ে আনিতে লুপ্ত গরিমা,

জাগাতে জাতির সুপ্ত চেতনা

রচিয়া দিয়াছ জীবন ছন্দ৷

জাগৃতি তব পাঞ্চজন্য

প্রাউট তব ব্রহ্মবাণ,

মার্গ তব মহাগাণ্ডীব

সেনানী তোমার মার্গীগণ

কলির দুঃখ করিতে হরণ

উজাড় করিয়া তনু প্রাণ মন

সঁপিয়া দিয়াছ, হে মহানন্দ!